এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০২ ডিসেম্বর : শিলিগুড়িতে একের পর এক বাড়ি ও মন্দিরে চুরির ঘটনায় বিহার গ্যাংয়ের এক পান্ডাকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম মহম্মদ সোনু । তার বাড়ি বিহারে । রবিবার রাতে তাকে গ্রেফতারের পর আজ সোমবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, ধৃতকে জেরা করে চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।
জানা গেছে,শনিবার রাতে শিলিগুড়ির পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের উজ্জল সংঘের সামনে একটি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে । রবিবার সকালে এনজেপি থানায় এনিয়ে এনজেপি থানায় একটা এফ আই আর রজু করা হয় । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে বিহার গ্যাংয়ের পান্ডা মহম্মদ সোনুকে চিহ্নিত করে পুলিশ । পুলিশ তাকে পাকড়াও করে তার কাছ থেকে মন্দিরে চুরি যাওয়া রুপোর অলঙ্কার উদ্ধার করে ।
পুলিশ সূত্রে খবর,এলাকার অল্প বয়সী ছেলেমেয়েদের নিয়ে কিশোর গ্যাং তৈরি করেছিল বিহারের ওই দুষ্কৃতী চক্রটি । কিশোরদের নেশায় আসক্ত করে এবং কিশোরীদের অর্থের প্রলোভন দেখিয়ে বাড়িতে ও মন্দিরে চুরির চক্র গড়ে তুলেছিল । চক্রের বাকি পান্ডাদের হদিশ পেতে ধৃত মহম্মদ সোনুকে আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ ।।

