এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৭ ডিসেম্বর : বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে । বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে গোটা মাদ্রাসা ভবনটিই কার্যত উড়ে যায় । এতে মৃত্যুর কোনো খবর না পাওয়া গেলেও মহিলা ও শিশুসহ চারজন আহত হয়েছে । গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণ ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এখনো অভিযান চলছে। বিপুল পরিমাণে মোলোটভ ককটেল, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরির উপকরণ, রাসায়নিক, স্প্লিন্টার এবং বোমা তৈরিতে ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে, যার মধ্যে রয়েছে ডেটোনেটর । তিনি আরও বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে বলে তিনি জানান ।
নাম প্রকাশ না করার শর্তে হাসনাবাদ এলাকার একজন বাসিন্দা বলেন, ‘গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। তখন দৌড়ে গিয়ে দেখি, মাদ্রাসার পশ্চিম পাশের দুটি ঘরের চারপাশের দেয়াল উড়ে গেছে। বিস্ফোরণে একতলা ভবনের দুটি কক্ষের দেয়াল সম্পূর্ণ ধসে পড়ে এবং ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। পাশের আরও দুটি ঘরেও ফাটল ধরেছে।’ওই বাসিন্দা আরও বলেন, মাদ্রাসাটিতে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসা বন্ধ ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।।

