শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৮ জুলাই : পারিবারিক মন্দিরের চুড়ার কাজ করার সময় দড়ি ছিঁড়ে নিচে পড়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রীর । আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে হাটপাড়া এলাকায় । মৃতের নাম নীলকন্ঠ মন্ডল(৫৫) । তার বাড়ি মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থানা অন্তর্গত বাজার শো গ্রামে । পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । পাশাপাশি খবর দেওয়া হয়েছে মৃতের পরিবারকে ।
জানা গেছে,মন্তেশ্বরে হাটপাড়া এলাকার চক্রবর্তী পরিবারের কুলদেবী সিদ্ধেশ্বরী মাতার মন্দিরের কাজ চলছে বেশ কিছুদিন ধরে । প্রায় তিনতলা বিশিষ্ট মন্দিরটি নির্মাণের চুক্তি নিয়েছেল নীলকন্ঠ মন্ডল ৷ বর্তমানের মন্দিরের চুড়ার নকশা ও প্লাস্টারের কাজ চলছিল । সেজন্য মন্দিরের চারদিকে বাঁধা হয়েছে বাঁশের ভাড়া । আজ সকাল থেকে চুড়ায় উঠে নকশার কাজ করছিলেন নীলকন্ঠবাবু । তাঁর জোগাড়ে বিজয় মালিক বলেন,’সকাল থেকেই আমরা দুজন উপরে উঠে চুড়ার নকশার কাজ করছিলাম । বেলা প্রায় সাড়ে ১১ টা নাগাদ নীলকন্ঠ দাদা আমায় নিচে নেমে কিছু শক্ত দড়ি আনতে বলেন । আমি নিচে নেমে কিছু নারকেল দড়ি একটা ব্যাগে ভরে কপিকলে ঝুলিয়ে দিই । নীলকন্ঠ দাদা ডানহাতে করে কপিকলের সাহায্যে দড়ির ব্যাগটা উপরে তুলছিলেন । বাম হাতে ধরেছিলেন একটা দড়ি । হঠাৎ বাম হাতের দড়ি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান৷ যার ফলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ।’
জানা গেছে,স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । চক্রবর্তী পরিবারের বৃদ্ধা প্রভাতী চক্রবর্তী বলেন,’নীলকন্ঠ মন্ডল খুব গুনী রাজমিস্ত্রী ছিলেন । আশপাশের দুটি মন্দির ও একটি মসজিদ নির্মানের কাজ উনি করেছেন । কিন্তু কোনো দিন কিছু হয়নি । অথচ আমাদের মন্দির নির্মানের কাজ করতে গিয়ে তার প্রাণ চলে গেল এটা ভাবতেই খুব খারাপ লাগছে ।’।