এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১০ ডিসেম্বর : নবম শ্রেণির ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক বিবাহিত যুবককে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতের নাম কার্তিক যশ (৩৬)। পেশায় ব্যবসায়ী ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যায় ভাতার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করার পর আজ বুধবার তাকে বর্ধমান আদালতে পাঠানো হয় । যদিও ধৃতের দাবি, তিনি নাবালিকাকে ‘সন্তানের মতোই’ দেখতেন। তবে পুলিশ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।
জানা গেছে,ভাতার থানা এলাকার একই গ্রামে বসবাস অভিযুক্ত কার্তিক যশ ও কিশোরীদের । কিশোরী কার্তিককে “কাকা” সম্বোধন করে । মঙ্গলবার গ্রামে নবান্ন উৎসব ছিল । বিকেলের দিকে দুই-তিন বান্ধবীর সঙ্গে খেলা করছিল মেয়েটি । সেই সময় কার্তিক মেয়েটিকে ডাকে । কিন্তু মেয়েটি কাছে যেতেই কার্তিক তার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ ।
জানা গেছে,মেয়েটি বাড়িতে এসে ঘটনার কথা জানালে পরিবার ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কয়েক ঘন্টার মধ্যেই ভাতার বাজার থেকে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ । বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে আজ তাকে আদালতে পাঠানো হয় ।।
