এইদিন ওয়েবডেস্ক,ডায়মন্ড হারবার,০৯ নভেম্বর : মানবতাকে মাথা হেঁট করে দেওয়ার মত একটা জঘন্য ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের উস্তি থানা এলাকায় । যেখানে এক বাবা বিগত ২ বছর ধরে নিজের ঔরসজাত ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করে গেছে বলে অভিযোগ উঠেছে । ওই নরপশু বাবাকে শনিবার (৮ নভেম্বর, ২০২৫) পুলিশ গ্রেপ্তার করেছে । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আশাদুল শেখ । গতকাল সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন ডায়মন্ড হারবারের এএসপি মিঠুন কুমার দে৷
গণমাধ্যমের খবর অনুসারে, মামলাটি প্রকাশ্যে আসে যখন নির্যাতিতা কিশোরীর মা তার মেয়েকে ক্রমাগত কাঁদতে দেখেন এবং তিনি কাঁদার কারন জিজ্ঞাসা করেন কেন। মেয়েটি তখন প্রকাশ করে যে তার বাবা দীর্ঘদিন ধরে তার সাথে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে আসছে। এই কথা শুনে মা হতবাক হয়ে যান এবং অবিলম্বে থানায় গিয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মহিলা পুলিশ অফিসারদের সহায়তায়, নির্যাতিতাকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ডাক্তারি পরীক্ষার জন্য ডায়মন্ড হারবার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এএসপি মিঠুন কুমার দে সাংবাদিকদের বলেন,’উস্তি থানা এলাকার খুবই জঘন্য এবং বিরক্তিকর খবর আপনাদের সামনে আনতে চাইব । এখানে বিশেষ করে ওসি ওমান পিএস এবং আইসি ডায়মন্ড হারবারের সহযোগীতায় উস্তির ওসি খুব ভালো কাজ করেছেন । প্রায় ২ বছর ধরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে পেশায় দর্জি আশাদুল শেখ নিজের একমাত্র ১৩ বছরের মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করে গেছে । সেই খবর যখন কোনোভাবে মহিলা থানায় যখন পৌঁছোয় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেওয়া হয় । মা ও মেয়েকে আশ্বস্ত করা হয় । পরবর্তী কালে দ্রুততার সঙ্গে এই নরাধমটাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে যতটা খাতির করার আমরা করি । তাকে আমরা ৫ দিনের হেফাজতে নিয়েছি ।’
তিনি বলেন,’নির্যাতিতার যা যা ডাক্তারি পরীক্ষা করা দরকার তা করানো হয়েছে । যাতে সঠিক কাউন্সেলিং এর মাধ্যমে মেয়েটি এই ট্রমা কাটিয়ে উঠতে পারে সেটাও আমরা চেষ্টা করছি । পাশাপাশি খুব দ্রুততার সঙ্গে চার্জশিট পেশ করে আসামির শাস্তি নিশ্চিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি ।’।

