এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১১ জুন : বিছানার পাশেই রাখা ছিল জল ও স্যানিটাইজারের বোতল । রাতে পিপাসে পেলে ঘুমের ঘোরে স্যানিটাইজার পান করে ফেলেন এক ব্যক্তি । গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । শেষ পর্যন্ত হাসপাতালে মৃত্যু হয় তাঁর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বনগ্রামে । মৃতের নাম নিধুরাম ঘোষ (৪৮) । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।
বনগ্রামের বাসিন্দা নিধুরাম ঘোষ ভিনরাজ্যে কাজ করতেন । মাসদুয়েক আগে বাড়ি ফেরেন তিনি ।
ঘটনাটি ঘটে বুধবার রাতে । পরিবার সুত্রে জানা গেছে, ওই দিন রাতে নিজের ঘরে ঘুমচ্ছিলেন নিধুরামবাবু । মাঝ রাতে পিপাসা পেলে হাত বাড়িয়ে একটি বোতল নিয়ে তার ছিপি খুলে সমস্ত তরল পান করে ফেলেন । কিন্তু তিনি জল ভেবে যা পান করেছিলেন সেটি আদপে ছিল স্যানিটাইজার । তাঁর বিছানার পাশেই জল ও স্যানিটাইজারের বোতল পাশাপাশি রাখা ছিল । ঘুমের ঘোরে তিনি বুঝতে পারেননি ।
জানা গেছে, স্যানিটাইজার পান করার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন নিধুরামবাবু । পরের দিন তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু শুক্রবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি ।।