এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৫ সেপ্টেম্বর : ‘সুন্নত নামাজ’ না পড়ায় মুখে ফেজ টুপি গুঁজে ছাত্রকে বেধড়ক পেটালো মাদ্রাসা শিক্ষক । এসময় ওই শিক্ষক লাঠি দিয়ে মুখে গুঁজে দেওয়া টুপি গলায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা । বরাত জোরে প্রাণে বেঁচে যায় ওই পড়ুয়া । বুধবার (২৪শে সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের লিচুতলা এলাকার আত-তাকওয়া ওয়াসুন্নাহ হিফজ মাদ্রাসায় ঘটে এই ঘটনা। মাদরাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মুহাম্মদ আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে উঠেছে এমন গুরুতর অভিযোগ। ভূক্তভোগী ছাত্রের নাম সাব্বির হোসেন নাসির (১২)। তার বাড়ি সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের বলেয়াপাড়া এলাকায়। স্বর্ণকার বেলাল হোসেন ও গৃহিনী ইয়াসমিন আক্তারের একমাত্র ছেলে নাসির। সে ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করছে।
মারধরের শিকার নাসির জানায়, ‘আমি সুন্নত নামাজ না পড়ায় আসাদ হুজুর আমাকে মারধর শুরু করে। আমি চিৎকার করলে আমার মুখে টুপি গুঁজে দিয়ে মারতে থাকে। কয়েকজন ছাত্র হাত ধরে থাকে, আর তিনি আমার শরীরের বিভিন্ন জায়গায় মারতে থাকেন। যেভাবে আমার মুখে টুপি গুজে দিয়েছে, আরেকটু হলে আমি দমবন্ধ হয়ে মরেই যেতাম।’
জানা গেছে, তিন মাস আগে মাদ্রাসাটিতে হেফজ বিভাগে ভর্তি হয় নাসির। ভর্তির কিছুদিন পরেই আগেও একবার মারধরের শিকার হয়েছিলে সে। সেসময় বাড়িতে চলে গেলেও ছেলেকে কোরানের হাফেজ বানাতে হবে, এমন দৃঢ়চিত্তে আবারো মাদরাসাতে ফিরিয়ে দিয়ে যায় পরিবার। কিন্তু এবারে অত্যাচারের মাত্রা সব কিছুকে ছাড়িয়ে যায় । এমন ঘটনায় বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর থানায় আসাদুজ্জামান আসাদসহ তিন শিক্ষকের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে থানায় অভিযোগ জমা দিয়েছেন নাসিরের বাবা বেলাল হোসেন। এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, শিশু নির্যাতনের অভিযোগে তার বাবা থানায় অভিযোগ দিয়েছেন। মামলা প্রক্রিয়াধীন। অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।।