দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কামারপাড়া গ্রামে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে একটি পাগলা পথ কুকুর । সোমবার পর্যন্ত কুকুরের আক্রমণে আহত হয়েছেন ৭ জন গ্রামবাসী ৷ গ্রামবাসী বাবুল দাস বলেন, ‘কুকুরটি অস্বাভাবিক আচরণ করছে । মুখ দিয়ে লালা ঝড়ছে । কোনও পথচারী রাস্তা দিয়ে গেলে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়ছে । লক্ষণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কুকুরটি জলাতঙ্ক রোগে আক্রান্ত । খুব আতঙ্কের মধ্যে আছি আমরা ।’ সেই সঙ্গে তিনি বলেন,’কুকুরটিকে নিয়ে যাওয়ার জন্য প্রাণী সম্পদ বিকাশ বিভাগকে জানানো হয়েছে । কিন্তু এদিন পর্যন্ত কোনও ব্যাবস্থাই নেওয়া হয়নি ।’
এই বিষয়ে প্রাণীসম্পদ বিকাশ বিভাগের ভাতার ব্লক আধিকারিক শঙ্খ ঘোষ বলেন, ‘কুকুরটিকে সতর্কতার সঙ্গে ধরে পশু হাসপাতালে পৌছে দেওয়ার ব্যাবস্থা করা হলে আমরা কুকুরটিকে পর্যবেক্ষণে রেখে ব্যবস্থা নিতে পারি ।’ কিন্তু কে ধরবে কুকুরটিকে ? গ্রামবাসীরা জানিয়েছেন, একমাত্র অভিজ্ঞ ব্যক্তির পক্ষেই কুকুরটিকে ধরা সম্ভব । গ্রামবাসীরা ধরতে গেলে ঝুঁকির কাজ হয়ে যাবে ।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন,মূলত গ্রামের সাহাপাড়াতেই ঠেক নিয়েছে কালো রঙের ওই পথ কুকুরটি । মাঝে মাঝে আশপাশের পাড়াতেও সে হানা দিচ্ছে । এদিন সকালে সাহাপাড়ার বাসিন্দা সুধীর সাহা নামে এক ব্যক্তির পায়ে আচমকা কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় কুকুরটি । একই পাড়ার বাসিন্দা সুবীর দাস নাম এক ব্যক্তিও এদিন কুকুরটির শিকার হয়েছেন । বিগত দু’তিন দিনে এনিয়ে প্রায় ৭ জন গ্রামবাসী আক্রান্ত হয়েছেন বলে তাঁরা জানান ।
জানা গেছে,কুকুরটি এতটাই আতঙ্কের সৃষ্টি করেছে যে দিন রাত গ্রামের সমস্ত বাড়ির সদর দরজা বন্ধ রেখে দেওয়া হচ্ছে । রাস্তা দিয়ে চলাচলের সময় হাতে একটি করে লাঠি রাখছেন গ্রামবাসীরা । আক্রান্ত ব্যক্তি সুধীর সাহা,সুবীর দাসরা বলেন, ‘কবে ওই পাগলা কুকুর থেকে নিষ্কৃতি মিলবে জানি না ।’।