প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ মার্চ : হৃদরোগে ভোগা সত্ত্বেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেননি।তাই ৬৪ বছর বয়সী প্রৌঢ় আতোয়াল মণ্ডল ওরফে নন্দু রবিবার সকাল সকাল ঘর থেকে বেরিয়ে পৌছে গিয়েছিলেন ব্রিগেড়ের সভায়।কিন্তু সভা শেষ হওয়ার সাথে সাথে তাঁর জীবনটাও যে শেষ হয়ে যাবে তা কেউ কল্পনাও করেনি । তবুও সেটাই এদিন ঘটে গিয়েছে । ব্রিগেডের সভাস্থলের অদূরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। একনিষ্ঠ এক তৃণমূল কর্মীর এমন মৃত্যৃতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পূর্ব বর্ধমানের রায়নার তৃণমূল কর্মীরা ।
প্রশাসন ও তৃণমূল সূত্রে জানা গিয়েছে রায়না-১ ব্লকের হিজলনা অঞ্চলের শিবপুর গ্রামে বাড়ি তৃণমূল কর্মী আতোয়াল মণ্ডলের। পেশায় তিনি ছিলেন কৃষক।বাড়িতে তাঁর স্ত্রী ও দুই কন্যা রয়েছে। রায়না ১ ব্লক তৃণমূলের সভাপতি বামদেব মণ্ডল জানিয়েছেন, আতোলাল তৃণমূল কংগ্রেস দলের একনিষ্ঠ কর্মী ছিলেন।এখনও পর্যন্ত তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতবার ব্রিগেডে সভা করছেন ততবারই আতোয়াল সেই সভায় যোগ দিয়েছেন। এবারও তিনি তার ব্যতিক্রম ঘটান নি। হৃদ রোগে ভোগা সত্ত্বেও এদিন গ্রামের তৃণমূল কর্মওদের সঙ্গে বাসে চেপে তিনি পৌছে গিয়ে ছিলেন ব্রিগেডে।সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে তিনি করতালি দেন। । বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত করারও তিনি করেন। কিন্তু এত কিছুর পরেও আতোয়ালের রায়নার বাড়িতে আর ফেরা হল না ।বামদেব মণ্ডল বলেন, ব্রিগেডের সভা শেষে গ্রামের তৃণমূল কর্মীদের সঙ্গেই বেরিয়ে পড়েন আতোয়াল।তাদের বাস যে খানে দাঁড় করানো ছিল সেখানেই তারা হেঁটে যাচ্ছিলেন। খানিকটা হেঁটে যাবার পর আতোয়াল ক্লান্ত হয়ে পড়েন। তাই সহকর্মীদের অনুরোধ করে তিনি পথে ধারে একটি গাছের নিচে বসে পড়েন । একটা আইসক্রীমও খান । এর কিছুক্ষণের মধ্যেই তিনি সেখানেই জ্ঞান হারিয়ে ঢলে পড়েন। বামদের মণ্ডল জানান, আতোয়ালের অসুস্থ হয়ে পড়ার খবর দলের কর্মীদের কাছথেকে পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌছে যান । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও যোগাযোগ করেন।
চিকিৎসার জন্য আতোয়ালকে কলকাতার পি জি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসক আতোয়ালকে মৃত বলে ঘোষণা করেন । এই খবর পেয়েই রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথসহ জেলার অন্য নেতারাও কলকাতার হাসপাতালে পৌছে যান। আতোয়ালের মৃতদেহ রায়নার বাড়িতে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে রায়নার তৃণমূল নেতারা জানিয়েছেন।।