দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ জুন : ফের বোমা তৈরির মশলা উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় । এবারে এক তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হল প্রচুর বোমার মশলা ও বোমা বাঁধার সরঞ্জাম । কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের ২৩৮ নম্বর সংসদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে সোমবার রাতে হানা দিয়ে বোমার মশলা ছাড়াও পেরেক, পাথরকুচি, ও সুতলি দড়ি প্রভৃতি বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করেছে কাটোয়া থানার পুলিশ । এই ঘটনায় পুলিশ স্বপ্না দাসের স্বামী পেশায় মাছ ব্যবসায়ী মিঠুন দাসকে গ্রেফতার করেছে । মঙ্গলবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় । উল্লেখ্য, এর আগে গত শনিবার আলমপুর পঞ্চায়েতের অর্জুনডিহি গ্রামের বাসিন্দা হিজাবুল শেখ নামে এক ব্যক্তির গোয়ালঘর থেকে একটি কার্বাইন ও দুই রাউন্ড গুলিসহ প্রচুর পরিমাণে বোমার মশলা উদ্ধার হয়েছিল । তারপর থেকেই ফেরার ছিল হিজাবুল । অবশেষে সোমবার রাতে তাকেও পাকড়াও করে কাটোয়া থানার পুলিশ। এদিন ধৃতকে আদালতে তোলা হয় । এদিকে পঞ্চায়েত নির্বাচনের আবহে একের পর এক গ্রাম থেকে বোমা বাঁধার উপকরণ উদ্ধার হওয়ায় আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকায় ।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বপ্না দাসের বাড়ি কাটোয়া থানার গুসুম্বো গ্রামে । পুলিশ জানিয়েছে,সোমবার গোপন সূত্র থেকে খবর পেয়ে ওই নেত্রীর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল । তখন তাদের বসবাসের ঘরের পাশে একটি চালাঘরে পুলিশ ঢুকতেই বোমার মশলা ও বোমা বাঁধার সরঞ্জাম নজরে পড়ে । স্বপ্না দাসের প্রতিদ্বন্দ্বী তথা সিপিএমের প্রার্থী রীনা দাসের অভিযোগ,এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে ভোট লুটের উদ্দেশ্যেই বোমা বাঁধার প্রস্তুতি নিচ্ছিল তৃণমূল । অন্যদিকে স্বপ্নাদেবীর দাবি,তার স্বামীকে ফাঁসানো হয়েছে । পুলিশ জানিয়েছে,বোমার মশলা কি উদ্দেশ্যে এবং কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।।