এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মুদিখানার দোকানে ধাক্কা দিয়ে উলটে পড়ল একটি ধানবোঝাই লরি । যদিও সেই সময় দোকান বন্ধ ছিল । তাই বড়সড় দূর্ঘটনার হাত থেকে রেহাই হয় । বৃহস্পতিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জা মোড়ের কাছে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের পাশে ।
জানা গেছে, এদিন সকালে কাটোয়া-বর্ধমান রাজ্য সড়ক পথ ধরে কাটোয়ার দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল ধানবোঝাই লরিটি ৷ লরিটি খুবই দ্রুতগতিতে চালানো হচ্ছিল বলে অভিযোগ । নর্জা মোড়ের কাছে লরিটি আসতেই সামনে থেকে একটি যাত্রীবাহী বাস চলে আসে । বাসের সঙ্গে সংঘর্ষ এড়াতে লরি চালক লরিটি রাস্তার ডান দিকে নিয়ে যায় । আর তখনই রাস্তার পাশের একটি মুদিখানা দোকানের সামনের অংশে ধাক্কা দিয়ে উলটে যায় লরিটি । লরির ধাক্কায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক অর্ণব ঘোষ । এদিকে দূর্ঘটনার জেরে অল্পবিস্তর জখম হয় লরির চালক ও খালাসি। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় ।।