এইদিন ওয়েবডেস্ক,বেলগাঁও,২২ এপ্রিল : কর্ণাটকের বেলগাঁওয়ের সুবর্ণসৌধের সামনে দিয়ে বেআইনিভাবে গরু পরিবহনকারী একটি লরি আটকে চালককে ৫০ জনেরও বেশি হিন্দুত্ববাদী কর্মী মিলে বেদম পিটিয়েছে।মহাসড়ক থেকে হুবলিগামী একটি গরু বোঝাই লরিকে থামিয়ে লরি থেকে চালককে টেনে হিঁচড়ে নামিয়ে এলোপাথাড়ি মারধর করা হয় । হামলায় গুরুতর আহত হয়েছে কাসারগোদ এলাকার বাসিন্দা লরি চালক উমর মঈদ্দীন। তাকে পুলিশ বেলগাঁওয়ের বিমস হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা ডিসিপি রোহন জগদীশ । তিনি তদন্ত করে দেখেন যে ঘটনাটি হিরেবাগেওয়াড়ি থানার এখতিয়ারের মধ্যে ঘটেছে। তিনি বলেছেন, সন্ধ্যায় হিন্দু কর্মীরা গরু বহনকারী একটি লরি থামিয়ে চালকের ওপর হামলা চালায়। রোহন জগদীশ জানান, চালক ও ক্লিনার গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি তিনি আরও জানান, অবৈধভাবে গরু পরিবহন করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। রোহন জগদীশ বলেন, আমরা হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব এবং তদন্ত করব। বর্তমানে লরিতে থাকা ২৮টি গরু কামকারত্তির মহাবীর গাভী কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।।
তথ্যসূত্র ও ছবি : সৌজন্যে কানাডা প্রভা নিউজ ।