এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ জুলাই : ক্যানেলের পুলের গার্ড ওয়ালে ধাক্কা দিল একটি ধান বোঝাই লরি । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে লরির চালক ও খালাসি । বুধবার ভোর রাতে দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মুরাতিপুর বাসস্ট্যান্ডের কাছে বাদশাহী রোডে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে এদিন সকাল নাগাদ ভাতার থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । দূর্ঘটনার জেরে বেশ কিছুক্ষনের জন্য বাদশাহী রোডে যান চলাচল ব্যাহত হয় । পরে পুলিশ ধান বোঝাই লরিটি রাস্তা থেকে সরানোর ব্যাবস্থা করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, মুরাতিপুর চৌমাথা বাসস্ট্যান্ড থেকে মঙ্গলকোটের নতুনহাট মুখে বাদশাহী রোডের উপর একটি ক্যানেলের পুল রয়েছে । পুলের উপর রাস্তার মাঝামাঝি কংক্রীটের ৩-৪ ফুট উঁচু একটি গার্ড ওয়াল দিয়ে রাস্তাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে । এদিন সকালে স্থানীয়রা দেখতে পান মুরাতিপুরমুখি ১২ চাকার ওই লরিটি ওই গার্ড ওয়ালে মুখ থুবরে পড়ে আছে । লরির কেবিনের মধ্যে জখম অবস্থায় কাতরাচ্ছে চালক ও খালাসি । এরপর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে । স্থানীয়দের অনুমান,লরি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দূর্ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় গ্রামবাসী শেখ আমির বলেন, ‘পুলটি যেখানে নির্মান করা হয়েছে সেখানে সড়কপথে একটু বাঁক রয়েছে । ফলে গাড়ি চালানোর সময় সামনের গাড়ির হেডলাইটের আলো চোখে পড়ায় পুলটি ঠাওর করতে পারেন না চালকরা । শেষে তারা পুলের গার্ড ওয়ালে গিয়ে ধাক্কা দেয় । এভাবে প্রায়শই দুর্ঘটনা ঘটছে । তাই আমাদের দাবি অবিলম্বে ওই পুলটা সরানোর ব্যাবস্থা করা হোক ।’।