এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৮ ফেব্রুয়ারী : ভোটের দিন বিরোধীরা ঘর থেকে বের হলে ‘হাত কেটে’ নেওয়ার ‘গুরুমন্ত্র’ দিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতা জটিলেশ্বর মন্ডল(Jatileswar Mondal) ওরফে জটিল মণ্ডল । তিনি বর্তমানে বীরভূমের ময়ূরেশ্বর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির পদে আছেন । লোকসভা নির্বাচনকের আগে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে রবিবার বিকেলে ময়ূরেশ্বর-২ ব্লকের উলকুণ্ডা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে আয়োজিত একটি সভায় উপস্থিত ছিলেন জটিল মণ্ডল । প্রকাশ্য সভায় বক্তব্য রাখার সময় বিরোধীদলের ‘প্রাণে মারা’ ও ‘হাত কেটে ফেলা’র হুমকি দিতে শোনা যায় তাকে । ওই তৃণমূল নেতার বক্তব্যের ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ভিডিওতে জটিল মণ্ডলকে বলতে শোনা গেছে, ‘কেন্দ্রীয় বাহিনী তোর বাবার হনু নয় । ভোট হলেই চলে যাবে, তখন তুই বাঁচবি না । গ্রাম পঞ্চায়েত আমাদের, পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধানসভাও আমাদের- চারখানা জায়গা আমাদের । তুই কোনো জায়গায় কোন সুযোগ পাবি না….থানা পুলিশ কোর্ট…..তোর হাড় গোড় ছাড়িয়ে দেবো । ভদ্রভাবে যাব…শোন…তুই ভোট দিস আর না দিস…. ঘর থেকে বেরোবি না । যেখানে যেমন সেখানে এই গুরুমন্ত্রটা দিয়ে দেবে । যদি বেইমানি করেছিস….তোর বেরোবার দরকার নাই….তুই ঘরে বসে থাকবি….ভোট দিতে যাওয়ার দরকার নাই….ভোট দিবিনা…. কিন্তু আমাদের বিরুদ্ধে অপপ্রচার করবি না। আর আমাদের অপপ্রচার করলে একদম হাত কেটে দেবো । আমাদের নেত্রীর দেওয়া তোর বউয়ের ভাতা লিচ্ছিস, বার্ধক্য ভাতা লিচ্ছিস, শালা চাল খেছিস, জমির টাকা লিচ্ছিস, সব লিচ্ছিস, আর ভোট অন্যদিকে মারবি,ছেরে কথা কইবো না ।’
লোকসভা নির্বাচনের আগে বীরভূমে তৃণমূল কংগ্রেসের এক নেতার প্রকাশ্য মঞ্চ থেকে বিরোধীদের এই প্রকার হুমকির পর নির্বাচন কেন্দ্রীয় প্রধান কমিশনার রাজীব কুমারকে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । চিঠিটি এক্স-এ শেয়ার করে তিনি মন্তব্য লিখেছেন,’তৃণমূল নেতা এবং বীরভূম জেলার ময়ুরেশ্বর ২ ব্লক পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি জটিলেশ্বর মন্ডল ভোটারদের ভোট দিতে বের হলে তাদের হাত কেটে ফেলার হুমকি দিচ্ছেন এবং যারা টিএমসি সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন । আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি লিখেছি; ভারতের নির্বাচন কমিশনকে এই ধরনের অপরাধমূলক ভীতি প্রদর্শনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করছি ।’।