এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৯ নভেম্বর : চারচাকা গাড়িতে পাচারের সময় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার পুলিশ । আটক করা হয়েছে সুইফট ডিজার গাড়িটিও । তবে পুলিশকে দেখে গাড়ির চালকসহ একজন পাচারকারী ছুটে পালিয়ে যায় । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে । পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অর্ক বন্দোপাধ্যায় বলেছেন,’৯৪ কেজি গাঁজা সহ গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে ।’ আউশগ্রাম থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করা হয়েছে এবং পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর,সূত্র থেকে গাঁজা পাচারের আগাম খবর পেয়েছিল আউশগ্রাম থানার পুলিশ । তার ভিত্তিতে শুক্রবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও আউশগ্রাম থানার অন্তর্গত গুসকরা ফাঁড়ির পুলিশের যৌথ দল আউশগ্রামের ভেদিয়া অঞ্চলের বাগবাটি মোড়ের কাছে সড়ক পথে নাকা চেকিং শুরু করে । সেই সময় সুইফট ডিজার গাড়িটি সেখানে আসে । কিন্তু পুলিশের নাকা চেকিং চলছে দেখে চালকসহ ২ জন একটু তফাতে গাড়ি ফেলে ছুটে পালিয়ে যায় । এরপর পুলিশ গাড়িতে তল্লাশি চালাতেই প্রচুর মোড়কের মধ্যে ৯৪ কেজি গাঁজা নজরে পড়ে পুলিশের । পুলিশ গাঁজাসহ গাড়িটি আটক করে থানায় নিয়ে আসে ।।