এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২২ ডিসেম্বর : মেশিন বোঝাই কন্টেনারের ধাক্কায় খুঁটি ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ও মঙ্গলকোটের বিস্তীর্ণ এলাকা । ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বর্ধমান–সিউড়ি জাতীয় সড়কে আউশগ্রামের বড়া চৌমাথা সংলগ্ন এলাকায় । কন্টেইনারের ধাক্কায় একাধিক জায়গায় বিদ্যুৎ ও কেবল লাইনের তার ছিঁড়ে পড়ে,ভেঙে গেছে বিদ্যুৎ খুঁটি । সেই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু গাছের ডালপালা।
জানা গেছে,রবিবার রাতে আউশগ্রামের বড়া চৌমাথা এলাকায় একটি কারখানার জন্য নতুন বড় মেশিন চাপিয়ে নিয়ে যাচ্ছিল ওই পণ্যবাহী কন্টেইনারটি । একে কন্টেইনারটি বিশাল আকৃতির । তার উপর চাপানো হয়েছিল বিশালাকৃতির মেশিন । ফলে স্বাভাবিকের তুলনায় প্রচুর উচ্চতা বেড়ে যায় ।
জানা গেছে,রবিবার রাত প্রায় আড়াইটে নাগাদ বোলপুর এলাকা পেরিয়ে ভেদিয়ার দিকে আসার সময় প্রথমে গাছের ডাল ও বিদ্যুতের তারে ধাক্কা লাগে কন্টেইনারের উপরের অংশে । মঙ্গলকোটের মল্লিকপুর গোবর্ধন তলার কাছে ১১ হাজার ভোল্টের হাই টেনশন লাইনে লাগার পর একটি বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়ে । বিদ্যুৎবাহী তার রাস্তায় পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে গিয়ে ব্যাপক যানজট হয় । এদিকে পরিস্থিতি ঘোরালো হয়ে গেছে টের পেয়ে কন্টেইনারটি পালানোর চেষ্টা করে । কিন্তু পালাতে গিয়ে গুসকরা নিউটাউনের কাছে ফের বিদ্যুৎ লাইনের তার ছেঁড়ে । কিন্তু বিদ্যুতের তার আষ্টেপৃষ্টে জড়িয়ে যাওয়ায় কন্টেইনারটি আর পালাতে পারেনি। পুলিশ কন্টেইনারটিকে আটক করে । পাশাপাশি বিদ্যুৎ দফতরের লোকজন মেরামতের কাজ শুরু করে । তবে আজ সোমবার বিকেল পর্যন্ত আউশগ্রাম ও মঙ্গলকোটের একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে ।।

