এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জেলার কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকায় একটি কম্পিউটার বিক্রির দোকানে ল্যাপটপের ব্যাটারি ফেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে । নিমেষে আগুন ছড়িয়ে পড়ে দোকান জুড়ে । প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন । পরে দমকলের দুটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । দোকান মালিক নিশীথ কুণ্ডু জানিয়েছেন প্রায় ৫০ লক্ষ টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে ।
জানা যায়, সার্কাস ময়দানে তিনতলা একটি ভবনের নিচেরতলায় রয়েছে নিশীথ কুণ্ডুর কম্পিউটার বিক্রির দোকান । দুপুর সাড়ে বারোটা নাগাদ নিশীথবাবু একটি ল্যাপটপ মেরামতের কাজ করছিলেন। তার সঙ্গে ছিলেন একজন কর্মচারী । সেই সময় দুই তিনজন খরিদ্দার আসতেই দুই তিনজন খরিদ্দার আসতেই নিশীথবাবু চেয়ার ছেড়ে উঠে তাদের কাছে আসেন। তিনি উঠে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে ল্যাপটপের ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে । আর সেই আগুন গ্রাস করে দোকানের ভিতর প্লাইউড ও সানমাইকার আসবাবপত্রগুলি । নিশীথবাবু প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন । কিন্তু আগুনের লেলিহান শিখায় তিনি অল্পবিস্তর গগ্ধ হতেই নিরাপদে বাইরে বেরিয়ে আসেন । এদিকে বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন৷ পরে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নেভায় ।
নিশীথবাবু আফসোস করে বলেন,’চেষ্টা করেও কিছু করতে পারলাম না।’ তিনি আরও জানান যে ৭৫ টি ল্যাপটপ সহ আরও বহু দামি দামি বৈদ্যুতিন সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে । সব মিলে ক্ষয়ক্ষতির অঙ্ক ৫০ লক্ষ টাকারও বেশি।।

