এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,২৫ জুলাই : সুইডেনের পর এবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে (Copenhagen) ইরাকি দূতাবাসের সামনে কোরান পোড়ানোর ঘটনা ঘটেছে । তার জেরে শনিবার ভোরের দিকে শত শত বাগদাদের ভারী সুরক্ষিত গ্রিন জোনে বিদেশী দূতাবাস এবং ইরাক সরকারের ভবনে হামলা চালায় । যদিও ইরাকের নিরাপত্তা বাহিনী তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় । পরে বিক্ষোভকারীরা জুমহুরিয়া(Jumhuriya) ব্রিজ অবরোধ করে ডেনিশ দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করে । তবে তাদের সেই প্রচেষ্টা ব্যার্থ করে দেয় ইরাকের নিরাপত্তা বাহিনী । এদিকে বাগদাদে ডেনমার্কের দূতাবাসের কর্মীরা ইরাক ছেড়েছেন বলেও জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ ।
গত মাসের শেষ দিকে সুইডেনের স্টকহোমে কোরান পোড়ানোর ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল মুসলিম রাষ্ট্রগুলিতে । কোরান পুড়িয়েছিলেন খোদ এক ইরাকি বংশভূত সুইডেনের নাগরিক । তার জের মিটতে না মিটতেই সোমবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কোরান পোড়ায় ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ বলে দাবি করা দুই যুবক ৷ তারা কোরান পোড়ানোর দৃশ্য ফেসবুকে লাইভ করেন ।
তার জেরে বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায় ইরাকের মুসলিমরা । বিক্ষোভকারীরা সুইডিশ দূতাবাস কয়েক ঘন্টা ধরে দখল করে রেখেছিল । প্রভাবশালী ইরাকি শিয়া ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের পতাকা ও চিহ্নগুলি দেখা যায় বিক্ষোভকারীদের হাতে । যদিও আগে ভাগেই সুইডিশ দূতাবাসের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় । তবে কোপেনহেগেনে কোরান পোড়ানোর ঘটনার প্রতিবাদে ইরাকের প্রধানমন্ত্রী সুইডেনের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন । যদিও ডেনমার্ক বলছে, তারা ইরাক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেনি ।
এদিকে সুইডেনের স্টকহোমে কোরান পোড়ানো ইরাকি বংশভূত যুবক বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি আবার একই কাজ করবেন । তবে শেষ পর্যন্ত তাকে কোরানের অনুলিপিতে আগুন লাগাতে দেয়নি পুলিশ । পরিবর্তে ওই মুসলিম যুবক বইটি ছাড়াও ইরাকি পতাকা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবিতে লাথি মারেন । কোরানের প্রতি এক শ্রেণির মানুষের ঘৃণা ভাব দেখে ইরাকের বিদেশ মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কাছে বাক স্বাধীনতা এবং বিক্ষোভের অধিকারের সুরক্ষার বিষয়টি অবিলম্বে আরও একবার ভেবে দেখার আহ্বান জানিয়েছে ।।