এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,১৬ জুলাই : কেনিয়ার পুলিশ জানিয়েছে, তাদের দেশের একজন ব্যক্তি স্বীকার করেছে যে সে গত দুই বছরে তার স্ত্রী সহ ৪২ জন মহিলাকে হত্যা করেছে । সিএনএন সোমবার, কেনিয়ার পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে যে দেশটির রাজধানী নাইরোবির একটি খনিতে বেশ কয়েকটি মৃতদেহ পাওয়া যাওয়ার পর তারা ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম কলিন্স জামিসি, যার বয়স ৩৩ বছর এবং প্রাথমিক জবানবন্দিতে সে তার অপরাধের কথা স্বীকার করেছে।
কেনিয়ার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের ডিরেক্টর মোহাম্মদ আমিন সাংবাদিকদের বলেছেন যে একটি ক্লাবের বাইরে একটি ভিড়ের মধ্য থেকে গ্রেফতার করা হয়েছে যেখানে সে ইউরো ২০২৪- এর ফাইনাল ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। তিনি আরও বলেছেন, ‘জিজ্ঞাসাবাদের সময়, ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে যে প্রলোভন দেখিয়ে স্ত্রীসহ ৪২ জন মহিলাকে খুন করার পর লাশ ফেলে দিয়ে এসেছিল । আর এই হত্যাকাণ্ড সে ২০২২ সালের ১১ জুলাই থেকে চলতি বছরের মধ্যে চালিয়েছিল ।’
তিনি বলেছেন যে সন্দেহভাজন ব্যক্তির স্বীকারোক্তি অনুসারে, তার প্রথম শিকার ছিল তার স্ত্রী, সে লাশটি টুকরো টুকরো করে ফেলে দেওয়ার আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল । কেনিয়ার কর্তৃপক্ষ বলছে, ওই ব্যক্তির বাড়িতে বেশ কিছু মোবাইল ফোন, আইডি কার্ড, পুরস্কারের টাকা, প্লাস্টিকের গ্লাভস এবং কয়েক ডজন মানচিত্র পাওয়া গেছে। এর আগে কেনিয়ার কিলিফি অঞ্চলের একটি জঙ্গলে গত বছর গণকবর পাওয়া যায় । ফের গনহত্যার ঘটনা প্রকাশ্যে আসায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ।।