এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৬ এপ্রিল : আল্লাহর সঙ্গে নবী-রাসুলগণের ওহী নাযিল করা (ঈশ্বরের সূক্ষ্ম ও গোপন ইশারা পাওয়া বার্তাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া) বা গোপন বার্তালাপকে “মিথ্যা” বলায় চাকরি খোয়ালেন বাংলাদেশের এক বিচারক । বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ইমান আলী শেখের এই মন্তব্যের কারনে তাঁকে বিচারকের পদ থেকে সরিয়ে আইন মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে । প্রসঙ্গত,গত শুক্রবার (১৪ এপ্রিল ২০২৩) নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে বিচারক ইমান আলী বলেন, ‘নবী-রাসুলগণ আল্লাহর সঙ্গে কথা বলে ওহী নাযিল করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা ।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ, ঈশ্বর, ভগবান সবই কৃত্রিম। কেউ আসল নয় ।’
এদিকে তাঁর এই বক্তব্যের পরেই বেজায় চটে যায় এলাকার মৌলবাদীদের দল । বিচারক ইমান আলী শেখের শাস্তির দাবিতে শেরপুর জেলা ডিসি অফিসের সামনে জড়ো হয়ে তুমুল বিক্ষোভ দেখায় শতাধিক কট্টরপন্থী জনতা ৷ চাপে পড়ে অবশেষে ইমান আলীকে কারন দর্শানোর(শোকজ) নোটিশ ধরিয়ে দেয় বাংলাদেশের আইন ও বিচার বিভাগ । শেষ পর্যন্ত বিচারকের চাকরি খোয়াতে হয় ইমান আলীকে ।
আজ রবিবার (১৬ এপ্রিল ২০২৩)বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে তাকে আইন মন্ত্রণালয়ে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত,বাংলাদেশের যে ক’জন ব্যক্তি মুসলিম মৌলবাদীদের কট্টরপন্থী মানসিকতা নিয়ে সোচ্চার হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন ইমান আলী । বিভিন্ন সময়ে নিজের সম্প্রদায়ের ধর্মগুরুদের কট্টপন্থা নিয়ে তাঁকে প্রতিবাদ করতে দেখা গেছে । শেষ পর্যন্ত বাংলাদেশের মৌলবাদীর চাপে পড়ে ইমান আলী শেখকে তাঁর পদ থেকে অবনমিত করে শাস্তি দিতে বাধ্য হল শেখ হাসিনা সরকার ।।