এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৩ আগস্ট : বাংলাদেশের রংপুরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনায় একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে । ওই ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত থাকা এবং নিজ সম্প্রদায়কে উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছে হাবিবুর রহমান সেলিম (৪৫) নামে এক সাংবাদিক । গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি বিষয়টি নিশ্চিত করে বলেছেন,আজ রবিবার ভোর সাড়ে ৩টা নাগাদ রংপুর সদরের হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে পাকড়াও করা হয় । পরে তাকে গঙ্গাচড়া মডেল থানার হাতে তুলে দেওয়া হয়েছে । তবে সাংবাদিকের বাড়ি থেকে লুটপাট মালপত্র উদ্ধার করা হয়েছে কিনা তা জানায়নি পুলিশ ।
তবে আল এমরান বলেন, ‘হিন্দুপল্লিতে হামলার সময় অভিযুক্ত সাংবাদিক উপস্থিত ছিল এবং হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অডিও-ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, সাংবাদিক পরিচয়ে তিনি সেখানে গিয়ে সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীদের উসকে দিয়েছেন।’ ওসি জানান, আজ রবিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে ।
প্রসঙ্গত,রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুর ছয়আনি হিন্দুপল্লির বাসিন্দা ১৭ বছরের হিন্দু কিশোর রঞ্জন রায়ের নামে একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে ইসলামের নবি সম্পর্কে কটুক্তি করে পোস্ট করেছিল কেউ বা কারা । তাকে ইস্যু করে অন্তত দেড় হাজার মুসলিম জনতা হিন্দুপল্লিতে হামলা চালায় । রঞ্জন রায়ের বাড়িসহ অন্তত ২০ টি বাড়ির যাবতীয় টাকাপয়সা, সোনার অলঙ্কারসহ যাবতীয় দামি দামি সামগ্রী লুটপাট করে । যেসমস্ত সামগ্রী নিয়ে যেতে পারেনি সেগুলি ভাঙচুর করা হয় । আতঙ্কে বেশ কয়েকটি হিন্দু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে । যারা এখনো আছে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ।।

