এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২১ সেপ্টেম্বর : বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে তাড়িয়াপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দির ও দুর্গা মন্দিরের সকল প্রতিমা ভাঙচুরের ঘটনায় হাবিবুর রহমান (৩৫) নামে এক জিহাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে পৌরসভার শিমলাপল্লী গ্রামের সোহরাব মিস্ত্রির ছেলে। শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোন এক সময় সরিষাবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তাড়িয়াপাড়ার এলাকার ওই মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করে ।
পুলিশ ও মন্দির কমিটি সূত্র জানা যায়, তাড়িয়াপাড়া মন্দিরে প্রতিবছরের মতো এবারও পুজা অনুষ্ঠিত হবে। এজন্য তৈরি করা হয়েছিল বিভিন্ন প্রতিমা । পুজার সকল আয়োজন শেষ করে প্রতিমা নির্মাণ শিল্পীদের বিদায় দেয় কর্তৃপক্ষ । শনিবার গভীর রাতে হঠাৎ মন্দিরের একজন ঢুকে সাতটি প্রতিমার মাথাসহ বিভিন্ন অংশ ভেঙে দেয়। রবিবার সকালে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পায় মন্দির কমিটির লোকজন । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনায় তাড়িয়াপাড়া মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শীতল চন্দ্র বর্মন বলেন, ‘রবিবার শুভ মহালয়া দিনে মন্দিরে এসে সকল প্রতিমা ভাঙা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই। পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে একজনকে গ্রেপ্তার করে।’ এ ব্যাপারে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন জানান, ‘প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়। এ ঘটনায় অভিযোগে হাবিবুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। এ ঘটনার পিছনে কারো কোন ইন্ধন আছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’।