এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৫ সেপ্টেম্বর : সংখ্যালঘুদের হিন্দু অধিকার রক্ষায় সরব হওয়ায় ইসকনের জনপ্রিয় সন্নাসী দীর্ঘ কয়েক বছর ধরে বিনা অপরাধে ও বিচারে কারাগারে রেখেছে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস । বর্তমানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়ার মত তেমন কোনো ব্যক্তিত্ব নেই । বর্তমানে একমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ও সনাতনী অধিকার রক্ষার প্রিয় মুখ ডঃ কুশল বরণ চক্রবর্তী এই বিষয়ে অল্পবিস্তর সরব হন ৷ পাশাপাশি সনাতন সংস্কৃতিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি তুলে ধরেন । আর তার এই অপরাধের জন্য আবুল কালাম আজাদ নামে এক জিহাদি কুশল বরণ চক্রবর্তীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হত্যার হুমকি দিয়ে একটা পোস্ট করেছে ।
ওই জিহাদি কুশল একটি ছবিতে হাত জোড় করা অবস্থায় রক্তাক্ত কুশল বরণ চক্রবর্তীর দিকে একটা রিভালবার তাক করে লিখেছে, “এটাই তোর শেষ পরিনতি৷ তোর বাবার সাথে তোকে শিগগিরই দেখা করাবো৷ স্বর্গে ১০০০ অপ্সরার সাথে সেক্সের জন্য প্রস্তুত হ৷” যদিও এইটুকু লেখাতেও অসংখ্য বানান ভুল । এদিকে এই পোস্টটি ভাইরাল হতেই ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীর ও পেশার মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেই এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
প্রসঙ্গত,ডঃ কুশল বরণ চক্রবর্তী দীর্ঘদিন ধরে সনাতনীদের অধিকার আদায় ও তাদের উপর হওয়া হামলা ও হিংসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিলেন। অনুমান করা হচ্ছে, একারণেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিদ্বেষমূলক ও খুনের হুমকি পোস্ট করা হচ্ছে।এ ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ এ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে এক হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।।

