এইদিন ওয়েবডেস্ক,টোকিও,২২ সেপ্টেম্বর : জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়েছে এক ব্যক্তি । জাপানি মিডিয়া রিপোর্ট অনুযায়ী,গত ২০ সেপ্টেম্বর ভোরে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গিয়ে নিজেকে আগুন ধরিয়ে দেন । পুলিশ কর্মীরা আগুন নিভিয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় । ওই ব্যক্তির শরীরের অধিকাংশ পুড়ে গেছে বলে জানা গেছে । আগুন নেভানোর চেষ্টা করা এক পুলিশ অফিসারও আহত হয়েছেন । ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির হাতে লেখা একটি চিঠিও উদ্ধার করেছে পুলিশ । চিঠিতে শিনজো আবের রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা করা হয়েছে ।
প্রসঙ্গত, শিনজো আবে জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন । ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পক্ষে গত ৮ জুলাই নির্বাচনী প্রচারে গিয়ে তিনি খুন হন । খুব কাছ থেকে তাঁকে গুলি করে এক ব্যক্তি । আগামী ২৭ সেপ্টেম্বর টোকিওতে তার জন্য একটি সর্বজনীনভাবে অর্থায়িত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । জাপান এবং বিদেশ থেকে প্রায় ৬,০০০ লোককে আমন্ত্রণ জানানো হয়েছে । কিন্তু
জাপানে এই রাষ্ট্রীয় অন্ত্যেষ্টি অনুষ্ঠানটি এখন বিতর্কিত হয়ে উঠেছে । সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে অর্ধেকেরও বেশি মানুষ এই অন্ত্যেষ্টি অনুষ্ঠানটির বিরুদ্ধে ।।