এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৩ জুলাই : বাংলাদেশের মাগুরার মহম্মদপুর উপজেলায় বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে এনে নিজের হোটেলের এক মহিলাকর্মীকে ধর্ষণ করে দিল জামাত ইসলামি নেতা । গুনধর হোটেল ব্যবসায়ীর নাম হারুন ফকির (৪৫) । শুক্রবার উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের প্রাক্তন ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।
এই ঘটনায় নির্যাতিতা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কর্মী এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়ার তফেজ ফকিরের ছেলে। মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের খাবার হোটেলে দৈনিক ৩০০ টাকা বেতনে কাজ করতেন নির্যাতিতা মহিলা । হারুনের কাছে তিনি দুই দিনের টাকা পেতেন।
শুক্রবার বিকালে সেহ টাকা দেওয়ার কথা বলে ওই কর্মীকে তার ভাড়া বাড়িতে ডেকে নিয়ে হারুন ধর্ষণ করে । এ কথা কাউকে জানালে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখায় ওই জামাত ইসলামি নেতা । খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার ওাস আব্দুর মহনাশ জানান, থানায় ধর্ষণের মামলা হয়েছে। তবে আসামি পালিয়েছে । তাকে গ্রেফতারের চেষ্টা চলছে । এদিকে এই ঘটনায় চরম বিপাকে পড়েছে কট্টর ইসলামি মৌলবাদী গোষ্ঠী জামাত ইসলামি । এর দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে সংগঠনটি । মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর প্রাক্তন আমির কবির হোসেন দাবি করেছে, অভিযুক্ত হারুন জামায়াতে ইসলামীর কোনো কমিটিতে নেই।।

