এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ জুন : ২৫ টাকার আইসক্রিম কিনে ২০০০ হাজার টাকার নোট দিয়েছিল খরিদ্দার । খুচরো দিতে বলায় আইসক্রিম বিক্রেতার গলায় ছুরি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠল খরিদ্দারের বিরুদ্ধে । বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নিগন গ্রামে । সুকুমার সরদার (৫৫) নামে ওই আইসক্রিম বিক্রেতা বর্তমানে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ হামলাকারী সুজিত ঘোষকে পুলিশ আটক করেছে ।
জানা গেছে,গ্রামে ঘুরে ঘুরে আইসক্রিম বিক্রি করেন প্রৌঢ় সুকুমার সরদার । এদিন নিগন গ্রামে মনসা পুজো ছিল । সেই কারনে মনসাতলার কাছেই আইসক্রিম বিক্রি করছিলেন সুকুমারবাবু । সেই সময় সুজিত ঘোষ তার কাছে আইসক্রিম কিনতে আসে । সে ২৫ টাকার আইসক্রিম কিনে ২০০০ হাজার টাকার নোট দেয় সুকুমারবাবুকে । কিন্তু অত টাকা ছিল না আইসক্রিম বিক্রেতার কাছে । তাই তিনি সুজিতকে খুচরো দিতে বলেন । সেই অপরাধে সুজিত তার হাতে থাকা মাংস কাটার ছুরি সুকুমারবাবুর গলায় চালিয়ে দেন । যখম ব্যক্তির ভাগনা প্রসেনজিৎ সর্দার বলেন,’হামলার সময় মামা কিছুটা পিছিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে গেছেন । নচেৎ হয়তো তিনি মরেই যেতেন ।’ অভিযুক্তের আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
জানা গেছে,ঘটনার পর সুকুমার সরদারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি ভাতার হাসপাতালে ভর্তি করা হয় । তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা । পাশাপাশি জখম প্রৌঢ়ের পক্ষ থেকে এনিয়ে হামলাকারীর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে হামলাকারীকে গ্রেফতার করে পুলিশ ।।