এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ অক্টোবর : ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর টাকাপয়সা হাতিয়ে চম্পট দিল স্বামী৷ এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে কলকাতার দমদমের নাগেরবাজার এলাকায় । পুলিশ জানিয়েছে,মৃতার নাম বিউটি বোস । স্ত্রীকে খুন করেই বেপাত্তা হয়ে গেছে ঘাতক স্বামী অমিত বোস । পুলিশ অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ।
জানা গেছে,দমদমের নাগেরবাজার থানার ছাতাকল এলাকায় ভাড়াবাড়িতে স্ত্রী ও ছেলেকে নিয়ে থাকতেন অমিত বোস। দাম্পত্য কলহের কারনে ৯ বছরের ছেলেকে নিয়ে মাস দুয়েক ধরে আলাদা ঘরে ঘুমতেন বিউটি বোস । বৃহস্পতিবার কিন্তু গতরাতে মনোমালিন্য ভুলে ছেলেকে নিয়ে স্বামীর ঘরেই ঘুমতে গিয়েছিলেন ওই বধূ । কিন্তু তার এই সিদ্ধান্তই কাল হল । ছেলের সামনেই স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে ঘরে থাকা যাবতীয় টাকা-পয়সা হাতিয়ে চম্পট দেয় অমিত।
এই ঘটনার সাক্ষী হয়েছে তাঁদের মাত্র ৯ বছরের ছেলে । শিশুটি পুলিশকে জানিয়েছে,বিছানা কাঁপছিল, বাবা বলেছিল, “তুই শুয়ে পড়” । তাই ভয়ে চুপ করে ছিল সে। এরপর মা আর জেগে ওঠেননি । পরের দিন প্রতিবেশীরা বধূর নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে । মৃতার আত্মীয়দের দাবি,বছর দশেক আগে বিয়ে হয়েছিল বিউটির। এর আগেও একবার বিউটিকে খুনের চেষ্টা করেছিল অমিত। জুয়া, নেশা, ধার-দেনায় জর্জরিত ছিল সে।
পরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাগেরবাজার থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবার নাগেরবাজার থানায় খুনের অভিযোগ দায়ের করেছে।।

