এইদিন ওয়েবডেস্ক,হায়দ্রাবাদ,২৬ ডিসেম্বর : সন্তানদের সামনেই তার স্ত্রীকে৷ শুধু স্ত্রীকে পুড়িয়ে মারাই নয়,বরং তার মেয়েকেও আগুনে ঠেলে দেয় ওই ব্যক্তি । বড়দিনের একদিন আগে হায়দ্রাবাদ শহরের নল্লাকুন্তা এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, স্বামী ভেঙ্কটেশ তার স্ত্রী ত্রিবেণীর প্রতি সন্দেহ পোষণ করত ।
গত ২৪শে ডিসেম্বর, ভেঙ্কটেশ বাচ্চাদের সামনে ত্রিবেণীকে মারধর করে, তারপর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের মেয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা করলে, ভেঙ্কটেশ তাকেও আগুনে ঠেলে দেয় এবং ঘর থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা তার বাড়িতে ছুটে আসে । ততক্ষণে ত্রিবেণী গুরুতর দগ্ধ হয়ে মারা যান। তার মেয়ে, অল্পের জন্য বেঁচে যায়, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং পলাতক ভেঙ্কটেশকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে।।

