প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ ডিসেম্বর : “জয় শ্রীরাম” শ্লোগান নিয়ে ফের হুলুস্থুল কান্ড বেধে গেল এরাজ্যে । এবারে পূর্ব বর্ধমানের জামালপুরের পাঁচ শিমুল রেল গেটে তুমুল বিক্ষোভ দেখালো মুসলিম জনতা । তাদের অভিযোগ যে পাঁচ শিমুল রেল গেটের গেট ম্যান সুরজ মল্লিক নাকি স্কুটি আরোহী এক মুসলিম তরুনী ও তার পিসিকে “আর কিছুদিন পর তোদেরকেও জয় শ্রীরাম বলতে হবে” বলেছিলেন । তারই প্রতিবাদে ওই গেট ম্যানকে সরানোর দাবি তোলে বিক্ষোভকারীরা । আজ সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বিক্ষোভ জারি থাকে। ছুটে আসে জামালপুর থানার পুলিশ ।
পুলিশ রেলগেট ম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কামারকুণ্ডু জিআরপি-কে জানায় । বিকালে কামারকুণ্ডু জিআরপি অফিস থেকে আফিসাররা এসে ওই রেল গেটের গেট ম্যানের বিরুদ্ধে ওঠা ক্ষোভ বিক্ষোভ নিজেরা চাক্ষুষ করেন । এর পর জিআরপি অফিসাররা উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সুরজ মল্লিককে পাঁচ শিমুল রেলগেটের ’গেট ম্যানের’ দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
পাঁচ শিমুল রেল গেটটি হাওড়া-বর্ধমান কর্ড শাখার জৌগ্রাম ও ঝাপানডাঙ্গা স্টেশনের মাঝে অবস্থিত।এলাকাটি জামালপুর থানা এলাকার মধ্যে পড়ে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে,আজ জামালপুর থানার পাড়াতল-২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বিজলা গ্রামের বাসিন্দা এক মুসলিম কলেজ ছাত্রী তার পিসিকে স্কুটিতে চাপিয়ে বাড়ি ফিরছিলেন । দুপুর প্রায় ১২ টা নাগাদ তারা পাঁচ শিমুল রেল গেটে এলে গেট ম্যান নাকি তাদের সঙ্গে দুর্ব্যবহার করে ।
ছাত্রীর কথায়,তাঁরা যখন রেল গোট পার হচ্ছিলেন তখনই হঠাৎ তাঁদের স্কুটির স্টার্ট বন্ধ হয়ে যায়। রেল লাইন পার হয়েই তিনি সেল্ফের সুইচ টিপে তাঁর স্কুটি স্টার্ট ধরানোর চেষ্টা করেন।কিন্তু তাঁর স্কুটি স্টার্ট না নেওয়ায় তিনি পা দিয়ে স্কুটির কিক লিভারে লাথি মেরে স্কুটির ইঞ্জিন চালু করার চেষ্টা করছিলেন । সেই সময়েই পাঁচ শিমুল রেল গেটের গেট ম্যান তাঁদের কাছে এসে নানা আপত্তিকর কথা বলা শুরু করেন বলে তার অভিযোগ । এমন কি ছাত্রীর দাবি যে ওই গেট ম্যান তাদের জাত তুলে কথা বলেও দুর্ব্যবহার করেন । কলেজ ছাত্রী এও দাবি করেছেন যে গেট ম্যান তাদের ’জয় শ্রী রাম’ ধ্বনি দিতে হবে বলে প্রকাশ্যে হুমকিও দিয়েছেন । ওই কলেজ ছাত্রীর আত্মীয় হাসিনুর আলমের কথায়,’ওই গেট ম্যান দীর্ঘ দিন ধরে পাঁচ শিমুল রেলগেট পারাপারের সময় এলাকার মানুষদের সঙ্গে এভাবেই দুর্ব্যবহার করে যাচ্ছেন। আজ তার দুর্ব্যবহারর সব সীমা ছাড়িয়ো ছিল ।’
জানা গেছে,ওই ছাত্রী বাড়ি ফিরে প্রথমে পরিবারের কানে বিষয়টি তোলেন । পরিবারের লোকজন প্রতিবেশীদের বললে কানাকানি শুরু হয় । এরপরেই এলাকার বাসিন্দারা দল বেঁধে পাঁচ শিমুল রেল গেটের সামনে জড়ো হন। তারা গেট ম্যান সুরজ মল্লিকের অপসারণের দাবিতে সরব হন। দুপুর গড়িয়ে বিকাল পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ জারি থাকে। শেষ পর্যন্ত জামালপুর থানার পুলিশের হস্তক্ষেপে বিকেল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনা প্রসঙ্গে সিপিআরও (পূর্ব রেল ) বেদ প্রকাশ বলেন, ‘ঘটনা বিষয়ে আমার বিস্তারিত কিছু জানা নেই।প্রকৃত কি ঘটনা ঘটেছে তা আমি খোঁজ নিয়ে দেখছি ।’।
