এইদিন ওয়েবডেস্ক,বোধগয়া,০৪ ডিসেম্বর : ভোজে রসগোল্লা কম পড়ে যাওয়ায় তুমুল সংঘর্ষে জড়াল বর ও কনেপক্ষের লোকজন । ঘটনাটি ঘটেছে বিহারের বোধগয়ার একটি বেসরকারি হোটেলে৷ হোটেলের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় সংঘর্ষের মুহুর্তের ভিডিও । ভিডিওতে ক্ষিপ্ত জনতাকে চেয়ার টেবিল থেকে শুরু করে যাবতীয় সামগ্রী ভাঙচুর করতে দেখা যায় । উভয় পক্ষই পরস্পরকে চেয়ার ছুঁড়ে মারে, ঘুষি মারছে এবং একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দেয় । খবর অনুযায়ী, ঘটনার পর বিয়ে বাতিল করে দেওয়া হয় ।
জানা গেছে,ঘটনাটি ঘটে গত ২৯শে নভেম্বর।কনের পরিবার ওই হোটেলটি ভাড়া নিয়েছিল। পরিবারের লোকজন হোটেলেই ছিল । বরকে নিয়ে বরযাত্রী এলে বিয়ের প্রাথমিক আচার অনুষ্ঠান শেষ হয় । এরপর বর ও কনেকে ছাদনাতলায় নিয়ে যাওয়া হচ্ছিল । পাশাপাশি অন্যদিকে বরযাত্রীদের প্রীতিভোজ খাওয়ানো হচ্ছিল । এদিকে বর ও কনে যখন যজ্ঞকুণ্ডের চারপাশে ৭ পাক ঘুরে ৭ জন্ম একসাথে থাকার প্রতিজ্ঞা করছিল,তখন ভোজের অনুষ্ঠানে বেধে যায় ধুন্ধুমার কান্ড ৷
জানা গেছে, কিছু বরযাত্রীকে খাবার পরিবেশনের সময় মাঝ পথেই রসগোল্লা ফুরিয়ে যায় । আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে ওঠে বরযাত্রীরা । তারা ভাঙচুর শুরু করলে কনেযাত্রীরা বাধা দিতে যায় । তখন দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এদিকে বিয়েও লাটে ওঠে । বেগগিত বুঝে কনেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় । প্রতিবেদন অনুসারে, ঝগড়ার পর, কনের পরিবার বরের পরিবারের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে। এখনও পর্যন্ত কোনও গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ এখনও এই ঘটনার কোনও প্রতিক্রিয়া জানায়নি।
তবে বরের খুড়তুতো ভাই সুশীল কুমার বলেন, বিয়ের দিন খাবার নিয়ে ঝগড়া হয়। পুলিশ এসেছিল, কিন্তু তারা উভয় পক্ষকে শান্ত করে চলে গিয়েছিল। মেয়ের পরিবার এখন বিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে। তবে, তারা বিয়ের জন্য প্রস্তুত।।

