প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ নভেম্বর : ফের বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার বঙ্গে। এবার ঘটনাস্থল বর্ধমান স্টেশন। আরপিএফ ও সিআইবি বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে শঙ্কর কোটাল নামে এক রেল যাত্রীর লাগেছে তল্লাশির চালালে উদ্ধার হয় নগদ ১৮ লক্ষ টাকা।এত টাকার উৎস সংক্রান্ত কোনও নথি রেলযাত্রী শঙ্কর কোটাল দেখাতে না পারায় আরপিএফ তাকে পাকড়াও করেছে। তার বাড়ি হুগলীর ঠাকুরানীপুর এলাকায় বলে আরপিএফ সূত্রে জানা গিয়েছে। বিপুল পরিমান এই টাকা কি উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা আরপিএফের অফিসাররা খতিয়ে দেখছে ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে,একটি বড় ট্রলি ব্যাগ হাতে নিয়ে বুধবার চলন্ত ’আকালতক্ত এক্সপ্রেস’ ট্রেন থেকে বর্ধমান স্টেশনে নামেন শঙ্কর কোটাল।ঝুঁকি নিয়ে তাঁর চলন্ত ট্রেন থেকে নামার ধরন-ধারন দেখে সন্দেহ জাগে আরপিএফের। প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে তার ট্রলি ব্যাগ খুলে দেখাতে বলেন স্টেশনে থাকা আরপিএফ অফিসাররা। শঙ্কর তাঁর ট্রলি ব্যাগ খুলতেই মেলে নগদ ১৮ লক্ষ টাকা। ওই নগদ টাকার বৈধ নথিপত্র দেখাতে বলা হলে শঙ্কর কিছুই দেখাতে পারেন না। এরপরেই তাঁকে আটক করা হয়। বিপুল পরিমাণ নগদ টাকা সহ ওই ব্যক্তিকে আয়কর দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ।
আরপিএফ-এর দাবি, জিজ্ঞাসাবাদের সময় শঙ্কর কোটাল স্বীকার করেছে যে সে অবৈধ সোনা ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি নাকি ২৫ নভেম্বর পাটনায় সোনা সরবরাহ করে সেই টাকার ফেরত নিয়ে ফিরছিল।অবৈধ লেনদেনের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে আরপিএফ ও আয়কর দপ্তর। তদন্তে উঠে আসতে পারে বড় কোনও চক্রের হদিস, এমনই অনুমান তদন্তকারী আধিকারিকদের।।

