এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০২ অক্টোবর : বছর খানেক আগে দিল্লির সুন্দর নগরীর বাসিন্দা মনীশ নামে এক যুবকের কাছে থেকে মোবাইল ছিনতাই করেছিল দুষ্কৃতীরা । সেই সময় মনীশের উপর ছুরি দিয়ে আক্রমণও করা হয়েছিল । তাঁর গলায় ও পেটে ছুরিকাঘাত করা হয় । ওই ঘটনায় পুলিশ দুই আসামি কাসিম ও মহসিনকে গ্রেফতার করে । বর্তমানে সেই মামলা আদালতে বিচারাধীন । কিন্তু কাসিম ও মহসিনের পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য মনীষকে ক্রমাগত চাপ দিয়ে আসছিল বলে অভিযোগ । আর দুষ্কৃতীদের সেই কথা না শোনায় মনীশকে ৩ মুসলিম যুবক ছুরি দিয়ে নির্মমভাবে কুপিয়ে খুন করে । শনিবার রাতের পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশ বাহিনী ।
অভিযোগ, কাসিম ও মহসিন নামে ওই দুই দুষ্কৃতীর মামলায় স্বাক্ষ্যদানের তারিখ ছিল ২৮ সেপ্টেম্বর । তার কয়েকদিন আগে থেকে কাসিম ও মহসিনের পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহারের জন্য মনীষকে ক্রমাগত চাপ দিচ্ছিল । প্রতিদিনই মনীষের পরিবারকে তারা হুমকি দিত । এমনকি মামলা না তোলা হলে মনীষকে হত্যার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ । কিন্তু ওই হুমকি অগ্রাহ্য করেই ২৮ সেপ্টেম্বর মণীশ আদালতে সাক্ষ্য দিয়েছিলেন । আর তার ঠিক ৩ দিনের মাথায় বাড়ির সামনে খুন হয়ে গেলেন ওই হিন্দু যুবক ।
পুলিশ জানিয়েছে,এই ঘটনায় তিন আসামি বিলাল, আলম ও ফাইজানকে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়া মণীশের বাড়িতে গিয়ে তার পরিবারকে যারা হুমকি দিয়েছিল তাদেরও শনাক্ত করা হচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ ।।