এইদিন ওয়েবডেস্ক,বাগেরহাট(বাংলাদেশ),০২ মার্চ : ফের ধর্মনিন্দার নামে জেলে পাঠানো হল বাংলাদেশের হিন্দু যুবককে । ঘটনাটি বাংলাদেশের বাগেরহাট-রামপাল উপজেলার । হতভাগ্য ওই যুবকের নাম তমাল পাল (১৯) । তমাল উপজেলার কামাল ফিলিং স্টেশন এলাকার বাসিন্দা রবিন পালের সন্তান । রামপাল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা মোহম্মদ আখতার শেখ নামে এক ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে রামপাল থানার পুলিশ প্রথমে তমালকে তড়িঘড়ি আটক করে থানায় আনে । পরে লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় । শুক্রবার(৩১ মার্চ ২০২৩) সকালে ধৃত যুবককে বাগেরহাট আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে পাঠানো হয় ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,মোহম্মদ আখতার শেখের অভিযোগ যে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় সে যখন রামপাল উপজেলার খুলনা- মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল তখন তমাল পালের সঙ্গে তার দেখা হয় । তমাল ইসলাম ধর্ম ও রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন । তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলে,’আমি যা বলেছি ঠিক বলেছি’ । এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে সে পালিয়ে যায় বলে দাবি আখতার শেখের ।
এদিকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ আখতার শেখের এই অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন । তাঁদের কথায়,পূর্ব পরিচিত এক ব্যক্তির কাছে হঠাৎ করে কেন ইসলাম ধর্ম ও রমজানের রোজা পালন নিয়ে আপত্তিকর মন্তব্য করতে যাবে তমাল ? আর ব্যক্তিগত আলাপচারিতায় যদি সে আখতার শেখের কাছে ওই ধরনের কথা বলেও থাকে তাহলে সেটা কি সকলের স্বার্থে গোপন করা যেত না ?
পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে তমাল পালের সঙ্গে কথোপকথনের অব্যবহিত পরেই সোজা রামপাল থানায় গিয়ে পুলিশের কাছে ধর্মনিন্দার মৌখিক অভিযোগ জানায় মোহম্মদ আখতার শেখ । আর তার কাছ থেকে একথা শুনেই কালবিলম্ব না করে তমালকে বাড়ি থেকে তুলে থানায় আনে পুলিশ । ঘটনার সত্যতা যাচাই না করে কেন ওই হিন্দু যুবককে গ্রেফতার করা হল,তা নিয়েও প্রশ্ন উঠছে এলাকায় ।
প্রসঙ্গত, বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু হিন্দুদের ধর্মনিন্দার নামে ফাঁসানোর অভিযোগ নতুন কোনো ঘটনা নয় । কোনো হিন্দুর জমিজায়গা দখল করতে,ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ দিতে বা তাকে দেশ ছাড়া করার জন্য সাধারণত ধর্মনিন্দাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে দু’দেশের ইসলামি মৌলবাদীরা । ওই দুই মুসলিম রাষ্ট্রের বহু হিন্দু ধর্মনিন্দার মিথ্যা অভিযোগের ভিত্তিতে বিনা অপরাধে কারাদণ্ড ভোগ করছেন ।।