এইদিন ওয়েবডেস্ক,যশোর, ৫ জানুয়ারি ২০২৬ : বাংলাদেশে ফের খুন হলেন এক হিন্দু যুবক । এবারে যশোরে প্রকাশ্যে রানা প্রতাপ (৪৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে । সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত যুবক কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা তুষারকান্তি বৈরাগীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রানা প্রতাপ যখন কপালিয়া বাজারে ছিলেন তখন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন,’আমরা ঘটনাস্থলে রয়েছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এদিকে একের পর হিন্দু যুবককে খুনের ঘটনায় গোটা বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।।

