এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৭ অক্টোবর : বাংলাদেশের দুই পৃথক স্থানে এক হিন্দু যুবক ও বধূকে খুনের ঘটনা ঘটেছে । বাংলাদেশের ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামে সুজন ভৌমিক (৪০) নামে এক হিন্দু ব্যক্তিকে গলায় দড়ির ফাঁস দিয়ে জল পরিবহনের ট্যাঙ্কের বাম্পার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে । অন্যদিকে খুলনা জেলার দাকোপের সুতাখালীর গুনারি গ্রামে গরু জমির ধান খাওয়ার অপরাধে রেখা মন্ডলকে নৃশংসভাবে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে ।
প্রথম ঘটনায় বাংলাদেশের ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর গ্রামে ঝুলন্ত অবস্থায় সুজন ভৌমিক (৪০)-এর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) সকালে ইয়াকুবপুর ইউনিয়নের ইয়াকুবপুর গ্রামের ভুঁইয়া ফিলিং স্টেশন সংলগ্ন এলাকার সরকারি জল পরিবহনের টাঙ্কারের বাম্পার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায় । নিহত সুজন ভৌমিক নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিয়া ইউনিয়নের প্রফুল্ল ভৌমিকের পুত্র বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় একজনকে ঝুলতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে দাগনভূঞা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দাগনভূঞা থানার এক কর্মকর্তা জানান,প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে মৃতের পরিবার ও স্থানীয় হিন্দুদের সন্দেহ যে সুজন ভৌমিককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে । ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯ টার সময় । ওইদিন খুলনা জেলার দাকোপের সুতাখালীর গুনারি গ্রামের বাসিন্দা রেখা মন্ডল(৪৫) নামে এক বধূ মাঠে গরু চড়াতে গিয়েছিলেন । সেই সময় তার একটি গরু জমির ধান গাছ খেলে জমির মালিক দলবেঁধে লাঠিসোঁটা নিয়ে তার উপর হামলা চালায় । মহিলাকে নির্মমভাবে পেটানো হয় । পরিবারের লোকজন সাহায্যের জন্য চিৎকার করলে কেউ সাহায্য করতে এগিয়ে আসেনি বলে অভিযোগ । এদিকে নির্মমভাবে মারধরের কারনে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার । পরে পুলিশ মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে ।।

