এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০১ জুলাই : সম্প্রতি বাংলাদেশে ধর্মান্তরিত হওয়া এক হিন্দু তরুণীর ফেসবুক পোস্ট ঘিরে যে আলোচনার সূত্রপাত হয়েছিল, তা এখন মোড় নিয়েছে ধর্ষণ ও প্রতারণা মামলায়। স্বামীর ঘর ছেড়ে, ধর্ম ত্যাগ করে নতুন সংসার পাতার স্বপ্ন দেখলেও দিন শেষে প্রতারণার শিকার হয়ে ওই তরুণী এখন আইনের আশ্রয় নিয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকার ঘটনা । কেয়া দাস (২৪) নামে ওই তরুনী ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছিলেন । তার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তার প্রেমিক মহম্মদ সৌরভ আহম্মেদকে (৩০) । সৌরভ আহম্মেদ ফতুল্লা মডেল থানার সস্তাপুর এলাকার কামরান উদ্দিন রুবেলের পুত্র।
ঘটনার সূত্রপাত কিছুদিন পূর্বে, বিবাহিত কেয়া দাস ফেসবুকে এক পোস্টে জানান, তিনি সনাতন ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছেন। পোস্টে তিনি অভিযোগ করেন, হিন্দু ধর্মে নারীর যথাযথ সম্মান নেই এবং স্বামীর সংসারে তিনি অবহেলিত ছিলেন। এই পোস্টটি সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করলেও ঘণ্টাখানেকের মধ্যেই তা ডিলিট করে দেওয়া হয়।
কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন চিত্র । সূত্রের তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ আগস্ট গিটার কেনার সূত্র ধরে মহম্মদ সৌরভ নামের এক যুবকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চলতি বছরের ২৪ মে, অর্থাৎ পরিচয়ের ঠিক নয় মাস পর, তরুণী তার স্বামীর ঘর থেকে পালিয়ে যান। অভিযোগ উঠেছে,প্রেমিকের কাছে সময় তিনি প্রায় ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা সঙ্গে করে নিয়ে যান। এরপর তিনি মহম্মদ সৌরভের সাথে পালিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে তাকে নিকাহ করেন এবং কক্সবাজারে একটি বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন।
কিন্তু সুখের সংসার বেশিদিন টেকেনি। বিয়ের প্রায় এক মাস পর তরুণী জানতে পারেন যে, তার নতুন স্বামী সৌরভ আগে থেকেই বিবাহিত এবং সেই সংসারে তার একটি সন্তানও রয়েছে। এই ভয়ঙ্কর প্রতারণার কথা জানতে পেরে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন এবং সৌরভের কাছ থেকে চলে আসেন কেয়া । পরবর্তীতে, তিনি সৌরভের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করেছে।বর্তমানে অভিযুক্ত সৌরভ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন এবং মামলাটি তদন্তাধীন। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত সৌরভকে গ্রেফতার করা হয়েছে।।