এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,০৩ জুলাই : পাকিস্তানের ইসলামি মৌলবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভারতে পালিয়ে আসার চেষ্টা করা এক হিন্দু কিশোর কিশোরীকে মর্মান্তিক পরিনতির মুখে পড়তে হল । কিশোরের নাম রবি কুমার(১৭) ও কিশোরী শান্তি বাই(১৫) । অনুমান করা হচ্ছে যে তারা সম্পর্কে স্বামী-স্ত্রী । রাজস্থানের থর মরুভূমি দিয়ে পায়ে হেঁটে ভারতে ঢোকার চেষ্টা করার সময় ক্ষুধা, তৃষ্ণা ও তীব্র গরমে প্রাণ হারালেন তারা ।
জানা গেছে, দিনের পর দিন পাকিস্তানের মুসলিমদের অত্যাচারে জীবন সংশয়ের মুখে পড়েছিল রবি কুমার ও তার স্ত্রী শান্তি বাইয়ের । বিশেষ করে লম্পট মৌলবাদীদের কুনজর থেকে কিশোরীর সম্ভ্রম বাঁচানো ক্রমশ কঠিন হয়ে পড়েছিল । ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিলেন তারা । কিন্তু দিনের পর দিন অপেক্ষা করেও মেলেনি ভিসা । দীর্ঘ প্রায় ১৮ মাস অতিবাহিত হয়েও যাওয়ার পর ভিসা অনুমোদিত না হওয়ায় বেপরোয়া হয়ে রাজস্থানের থর মরুভূমি দিয়ে পায়ে হেঁটে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন ওই নাবালক দম্পতি ।
পাক রেঞ্জার্স এবং বিএসএফের নজর এড়িয়ে তারা পায়ে হেঁটে আইবি পার হয়ে অবশেষে ভারতে পা রাখেন । ভেবেছিলেন হয়তো ভারতে আসার পর সুন্দর একটা সংসার গড়বেন । সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবেন ৷ কিন্তু তাদের সেই আশা ক্ষণস্থায়ী ছিল । অদৃষ্টের নির্মম পরিহাসে তাদের পড়তে হল নির্মম পরিণতির মুখে । থর মরুভূমির মধ্য দিয়ে প্রায় ১০ কিলোমিটার হেঁটে যাওয়ার পর, তারা ক্ষুধা,, তৃষ্ণা এবং প্রচন্ড গরমে মারা যান । বিএসএফ মৃতদেহের কাছ থেকে দুটি সচিত্র পরিচয়পত্র উদ্ধার করলে ওই হিন্দু দম্পতির পরিচয় জানতে পারে ।
এখন এই প্রশ্নটি উত্থাপন করে যে ভারত সরকার কেন পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘুদের স্বয়ংক্রিয় ভিসা অনুমোদন এবং আশ্রয় প্রদান করে না? নেহেরু -লিয়াকত চুক্তি অনুসারে এটি আমাদের সভ্যতাগত, নৈতিক এবং এমনকি কূটনৈতিক দায়িত্ব। হিন্দুরা পাকিস্তান ও বাংলাদেশেই থেকে গিয়েছিল কারণ সেই সময় ভারত সরকার তাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল । যেখানে লক্ষ লক্ষ পাকিস্তানি ও বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়ো পরিচয়পত্র নিয়ে বহাল তবিয়তে ভারতে বসবাস করছে । কিন্তু দেশে হিন্দুত্ববাদী সরকার থাকা সত্ত্বেও পাকিস্তান ও বাংলাদেশে ধর্মীয় কারনে নিপিড়নের শিকার হিন্দুদের জন্য মোদী সরকার এত উদাসীন কেন ? এই প্রশ্ন উঠছে এখন ।।

