এইদিন ওয়েবডেস্ক, কিশোরগঞ্জ (বাংলাদেশ), ১৭ সেপ্টেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করার পর বাংলাদেশের নিয়ন্ত্রণ এখন কট্টর ইসলামী মৌলবাদী দলগুলো হাতে । জামাত ইসলামী এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টির মত জঙ্গি দলগুলি দেশ থেকে হিন্দুদের নিশ্চিহ্ন করতে কার্যত উঠে পড়ে লেগেছে । বিশেষ করে জামাত ইসলাম ইতিমধ্যেই ধর্মান্তরিত করার ব্যাপক ষড়যন্ত্র শুরু করে দিয়েছে । তার পাশাপাশি চলছে অল্প বয়সী হিন্দু মেয়ে এবং এমনকি গৃহবধূদের অপহরণের ঘটনা । ফের এক হিন্দু গৃহবধূকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চরাচর ইউনিয়ন । দুই সন্তানের জননী পলি চন্দ্র সূত্রধরকে তার দুই নাবালক সন্তানের চোখের সামনে থেকে তুলে নিয়ে গেছে বাজিতপুর উপজেলার চরাচর ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মার্জান মিঁয়া ও তার দলবল ।
বাংলাদেশের খবরের চ্যানেলের সূত্রে জানা গেছে, পলিচন্দ্র সূত্রধর চরাচর ইউনিয়নের উত্তর কামালপুর গ্রামের বাসিন্দা হরিধন সূত্রধরের স্ত্রী । তাদের বছর সাতেকের একটি মেয়ে এবং বছর চারেকের একটি ছেলে রয়েছে । অন্যদিকে অপহরণকারী মার্জান মিঁয়া একই ইউনিয়নের বেকিচন্দ্র গ্রামের মৃত আমির চাঁদের ছেলে । ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার পলি চন্দ্রের দেবর জীবন সূত্রধরের মোবাইলে ফোন করে ইউপির সদস্য মোহাম্মদ মারজান মিঁয়া । গৃহবধূর বৃদ্ধা শাশুড়িকে বার্ধক্য ভাতার ব্যবস্থা এবং টিসিবি কার্ড সঙ্গে করে নিয়ে নিয়ে গিয়ে চরাচর ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে খাদ্যসামগ্রী আনার কথা বলে মার্জান । তার কথামতো রবিবার সকালে গৃহবধূর বৃদ্ধা শাশুড়িকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে যায় জীবন,জীবনের স্ত্রী এবং পরিবারে আরও এক সদস্য । হরিধন সূত্রধর সকালেই নিজের কাজে বেরিয়ে যান । বাড়িতে দুই নাবালক সন্তানকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ ।
প্রতিবেদনে জানা গেছে, বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোহাম্মদ মার্জান মিঁয়া ও তার ১০-১২ জনের একটা দল ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয়৷ তারপর তারা ওই হিন্দু গৃহবধূকে ঘর থেকে টানতে টানতে নিয়ে বের করে জোর করে চারচাকা গাড়িতে চাপায় । গৃহবধুর মেয়ে আশপাশের লোকজনদের ডাকাডাকি করে । কিন্তু লোকজন জড়ো হওয়ার আগেই বধুকে নিয়ে উধাও হয়ে যায় মার্জান মিঁয়া ও তার দল ।
এই ঘটনায় অপহৃতা বধূর স্বামী মারজান মিয়াঁকে প্রধান আসামি করে ৮-১০ জনা অজ্ঞাত দুষ্কৃতীর বিরুদ্ধে বাজিতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন । ঘটনার সত্যতা স্বীকার করেছেন বাজিতপুর থানার ওসি মোরশেদ জামাল । তবে আজ মঙ্গলবার পর্যন্ত গৃহবদিকে উদ্ধার করা হয়নি বলে জানা গেছে । এই প্রকার ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ । তারা অপহৃতা গৃহবধূকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে ।
অন্য একটি পৃথক ঘটনায় জানা গেছে যে বাংলাদেশে আর আর একটি নাবালিকা হিন্দু মেয়েকে অপহরণ করেছে জামাত ইসলামের জঙ্গিরা । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ এলাকায় । এই ঘটনায় কিশোরীর মা টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মানবাধিকার সংস্থা ‘বাংলাদেশ মাইনরিটি ওয়াচ’ পরিবারটিকে আইনি সহায়তা করছে বলে জানা গেছে ।।