এইদিন ওয়েবডেস্ক,নড়াইল,১৯ আগস্ট : নিজের জমিতে পাট লাগিয়েছিলেন এক হিন্দু কৃষক । পার্শ্ববর্তী গ্রামের এক মুসলিম ব্যক্তি সেই পাট কেটে জমিটি দখল করতে গিয়েছিল । আর নিজের জমির বেআইনি দখল রুখতে গিয়ে ওই হিন্দু কৃষককে মুসলিম জনতার হাতে নৃশংসভাবে খুন হতে হল । ঘটনাটি বাংলাদেশের নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের । নিহতের নাম রাধাবল্লভ বিশ্বাস । আহত হয়েছে আরও অন্তত ১৬ জন । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
সূত্রের খবর,দেবভোগ গ্রামের বাসিন্দা রাধাবল্লভ বিশ্বাস ছিলেন প্রান্তিক কৃষক । এবারে নিজের অল্পস্বল্প জমিতে তিনি পাট লাগিয়ে ছিলেন । কিন্তু রাধাবল্লভবাবুর জমির উপর দীর্ঘদিনের লোভ ছিল পাশের গ্রামের বাসিন্দা সালাম শেখের । এনিয়ে প্রায়ই ঝামেলা পাকাতো সালাম । গত বুধবার (১৬ আগস্ট ২০২৩) দুপুরে সালাম শেখ দলবল নিয়ে পাট কেটে জমির দখল নিতে যায় । খবর পেয়ে নিজের এক ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে ছুটে আসেন রাধাবল্লভবাবু । সালামের বচসার মাঝে রাধাবল্লভ বাবু ও তার ছেলের উপর হামলা চালায় মুসলিম জনতা । তারা রাধাবল্লভবাবুকে নৃশংসভাবে পেটায় ও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে । এদিকে রাধাবল্লভবাবুর পরিবারের লোকজন খবর পেয়ে তাকে বাঁচাতে ছুটে এলে সালাম শেখের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপরেও হামলা চালায় । হামলায় কয়েকজন মহিলা সহ মোট ১৬ জন গুরুতর জখম হন । তাদের তড়িঘড়ি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু রাধাবল্লভ বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মারা যান।
জানা গেছে, এই ঘটনার পর স্থানীয় থানার পুলিশ কয়েকজনকে আটক করেছে । কিন্তু এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি । ফলে আক্রান্ত হিন্দু পরিবার আদপেই ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে ।।