এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৭ সেপ্টেম্বর : চার দিনের জন্য ভারত সফরে আসার আগে নিজের দেশের হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বর্তমানে তিনি ভারতেই রয়েছেন । আর এরই মধ্যে বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায় এক হিন্দু ব্যবসায়ীকে শিরোচ্ছেদ করে খুন করল দুষ্কৃতীরা । নিহত ব্যবসায়ীর নাম বিমান ধর (৪৩) । মঙ্গলবার রাতে পটিয়ার উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় দুষ্কৃতীরা তাঁর বাইক আটকে নৃসংশভাবে খুন করে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় । পাশাপাশি নিহত ব্যবসায়ীর মোটরসাইকেল ও জবাইয়ে ব্যবহার করা একটি ধারাল দা উদ্ধার করেছে পুলিশ । পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, ঠিক কি কারনে এই খুন তা স্পষ্ট নয় । ঘটনার তদন্ত চলছে ।
জানা গেছে,পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বনিক পাড়ায় বাড়ি বিমান ধরের । চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় ‘সৌদিয়া জুয়েলার্স’ নামে একটি সোনার দোকান রয়েছে তাঁর । প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও যথারীতি তিনি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁকে রাস্তায় আটকে শিরোচ্ছেদ করে খুন করে দুষ্কৃতীরা । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশের শীর্ষ আধিকারিকরা । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । এদিকে দুর্গোৎসবের ঠিক মুখেই এই প্রকার নৃশংস খুনের ঘটনায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ।।