এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১২ আগস্ট : বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক হিন্দু নরনারীর নৃনৃশংস খুনের ঘটনা সামনে আসছে । রংপুরে বস্তাবন্দী অবস্থায় এক হিন্দু বধূর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে । অন্যদিকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এক হিন্দু ব্যক্তিকে খুনের পর তড়িঘড়ি দেহ দাহ করার ষড়যন্ত্র রুখে দিয়েছে স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,শনিবার ভারতের চিকেন নেকের কাছে বাংলাদেশের রংপুরে এক অল্প বয়সী হিন্দু বিবাহিতা মহিলার বস্তাবন্দী মৃতদেহ পাওয়া গেছে। রিপোর্টে বলা হয়েছে যে তাকে গনধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। চিকেন নেকের কাছে অবস্থিত রংপুরে হিন্দুদের লক্ষ্য করে নীরব গণহত্যা চলছে বলে অভিযোগ উঠছে।
https://twitter.com/VHindus71/status/1954766810357916025?t=aS56xYy5TERZljf54oP8LQ&s=19
অন্যদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সঞ্জয় চন্দ্র দে (৪৫) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।তড়িঘড়ি করে মৃতদেহ দাহ করার চেষ্টার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছয়জনকে গ্রেফতার করেছে।জানা যায়, রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামের রমেষ কবিরাজ বাড়ির সঞ্জয় চন্দ্র দে নামের এক হিন্দু ব্যক্তির মৃতদেহ গতকাল তার খুড়তুতো ভাই সহ অন্যান্যরা তড়িঘড়ি করে দাহ করার চেষ্টা করছিল । গোপন সূত্রে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে এবং দাহ প্রক্রিয়া বন্ধ করে দেয়।
সঞ্জয়ের স্ত্রীর অভিযোগ, তাকে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে সেলাই, চামড়া ছিলে যাওয়া সহ নৃশংসতার নানা প্রমান দেখতে পেয়েছে, যা মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে স্বপন চন্দ্র দে, রিপন দে, রাজন দে, শীতল কুমার দে, অজয় কুমার দে এবং মো. রাসেল চৌকিদার নামের মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রামগঞ্জ থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটিত হবে।।