এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,০৮ ফেব্রুয়ারী : ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরান সমর্থিত কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার খতম হয়েছে বলে ঘোষণা করেছে মার্কিন সেনাবাহিনী।নাম প্রকাশে অনিচ্ছুক দুই নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে যে কাতাইব হিজবুল্লাহর মৃত কমান্ডারের নাম আবু বকর আল-সাদি । সে বাগদাদের পূর্বে তার গাড়িতে ড্রোন হামলায় খতম হয়েছে । অন্য একটি সূত্র জানিয়েছে যে এই মার্কিন হামলায় আরও তিনজন নিহত হয়েছে।
মার্কিন সেনাবাহিনী বুধবার রাতে এক বিবৃতিতে বলেছে, এই কমান্ডার মধ্যপ্রাচ্যে দেশটির সামরিক ঘাঁটিতে হামলার সঙ্গে জড়িত ছিল । বিবৃতিতে বলা হয়েছে,মার্কিন বাহিনীর ওপর হামলার প্রতিক্রিয়া হিসেবে আমেরিকা ইরাকে এই হামলা চালিয়েছে এবং একজন কাতাইব হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা করেছে, ওই সন্ত্রাসবাদী এই অঞ্চলে আমেরিকান বাহিনীর ওপর হামলার পরিকল্পনাকারী ও প্রত্যক্ষ হামলায় অংশগ্রহণ করেছিল । বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলায় কোনো বেসামরিক লোক ক্ষতিগ্রস্ত হয়নি।
সূত্রের মতে, নিহত কমান্ডারকে বহনকারী গাড়িটি “ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস” এর । ইরান সমর্থিত কয়েক ডজন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সমন্বয়ে ওই সংস্থাটি গড়ে তোলা হয়েছে । এটিকে একটি সরকারি নিরাপত্তা সংস্থার নাম দেওয়া হলেও আদপে সংগঠনটির কাজ নাশকতা চালানো ।
জর্ডানে একটি আমেরিকান সামরিক ঘাঁটিতে একটি ড্রোন হামলার পরে বাইডেন প্রশাসন সতর্ক করেছিল যে তারা এই আক্রমণগুলির জবাব দেবে । ওই হামলায় তিনজন মার্কিন সৈন্য নিহত এবং চল্লিশ জনেরও বেশি আহত হয় । কয়েকদিন আগে, মার্কিন সেনাবাহিনী ইরাক ও সিরিয়ায় ইরান-সমর্থিত সন্ত্রাসবাদীদের কয়েক ডজন অবস্থানে হামলা চালায়, যার ফলস্বরূপ ৩৯ জন নিহত হয় ।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে গত মাসে বাগদাদের সবুজ এলাকায় আমেরিকান রকেট হামলায় “আল-নাজবা” নামে একজন সিনিয়র ইরাকি সন্ত্রাসী কমান্ডার খতম হয়েছিল ।।