সঞ্জয় মণ্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),২৭ মার্চ : পূর্ব বর্ধমান জেলার ভাতারে ফের বেপরোয়া গতির বলি হলেন এক ব্যক্তি । বছর ৪৬-এর এক হকারকে পিষে দিয়ে পালিয়ে গেল অজানা গাড়ি । আজ বুধবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে বর্ধমান- কাটোয়া সড়কে ভাতারের পোশলা মোড়ে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম রামপ্রসাদ চ্যাটার্জি । তার বাড়ি পোশলা গ্রামে । পুলিশ ঘাতক গাড়ির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,রামপ্রসাদ চ্যাটার্জির বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তান । সাইকেলে করে মনোহারি সামগ্রী দোকানে দোকানে ফেরি করতেন রামপ্রসাদ বাবু । মূলত তাঁর সেই উপার্জনেই গোটা পরিবারের খরচ খরচা চলত । অনান্য দিনের মত আজ সকালেও মনোহারি সামগ্রী ভর্তি কয়েকটি ব্যাগ সাইকেলে চাপিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি । কিন্তু পোশলা মোড়ে এসে বর্ধমান-কাটোয়া সড়কে উঠতেই একটা প্রবল গতির গাড়ি তাঁকে কার্যত পিষে দিয়ে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পরিবারের একমাত্র রোজগেরে হওয়া পথে বসেছে ওই পরিবারটি ।
এদিকে ভাতারে একের পর দুর্ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে নজরদারির অভাব এবং দুর্ঘটনা প্রবণ এলাকায় গতি নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা না থাকায় বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে । ঘাতক গাড়িটি চিহ্নিত করে চালককে গ্রেফতার এবং মৃত রামপ্রসাদ চ্যাটার্জির অসহায় পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলেছেন পোশলা গ্রামের বাসিন্দারা ।।