এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৮ মার্চ : নির্বাচনের মুখেই মালদা জেলায় জোর ধাক্কা খেল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস । সোমবার কলকাতায় বিজেপির যোগদান মেলায় আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন মালদা জেলা তৃণমূলের এক ঝাঁক নেতানেত্রী। নির্বাচনের আগে এমন রদবদল ঘিরে জেলাজুড়ে শোরগোল পড়ে গেছে ।
জানা গেছে, মালদা জেলা পরিষদের ১৪ জন তৃনমূল সদস্য এদিন কলকাতায় গিয়ে বিজেপিতে যোগদান করেন ৷ বিজেপিতে যোগ দেওয়ার তালিকায় মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, হবিবপুর বিধানসভা থেকে তৃণমূল প্রার্থী তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরলা মূর্মূ প্রভৃতি নেতানেত্রীর নেতার নাম রয়েছে ৷
এদিনের যোগদানের ফলে ৩৮ সদস্য সংখ্যা বিশিষ্ট মালদা জেলা পরিষদে ২৩ জনের গরিষ্ঠতা নিয়ে বিজেপি বোর্ড গঠন করতে চলেছে বলে দাবি বিজেপি নেতৃত্বের । যদিও জেলা তৃণমূল নেতৃত্বের দাবি মালদা জেলা পরিষদ তৃণমূলের দখলেই রয়েছে।
এদিকে ইতিমধ্যে হবিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে সদ্য যোগদান কারী প্রদীপ বাস্কের নাম ঘোষনা করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷ এই ঘোষনার পরেই এদিন দেখা যায় হবিবপুর বিধানসভা এলাকায় সরলা মুর্মুর সমর্থনে দেওয়াল লিখনগুলো মুছতে শুরু করেছে তৃণমূলের নেতাকর্মীরা ।।