এইদিন ওয়েবডেস্ক,বরিশাল,০৬ ফেব্রুয়ারী : হিন্দু কিশোরী ও তরুনীদের অপহরণের ঘটনা লাগাতার ঘটে চলেছে বাংলাদেশে । এবারে প্রকাশ্য রাস্তা থেকে এক হিন্দু কলেজ ছাত্রীকে তুলে নিয়ে গেল মুসলিম যুবকের দল । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরিশালে । ঘটনার পর মেয়েটির বাবা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার । শেষে আদালতের দ্বারস্থ হন নিখোঁজ কিশোরীর হতভাগ্য বাবা । এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে একদিকে যেমন চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে,অন্যদিকে তেমনি পরিবারের মেয়েদের নিরাপত্তা নিয়ে তাঁরা চরম উদ্বিগ্ন ।
জানা গেছে,অপহৃতা মেয়েটির নাম তমা মন্ডল (১৬) । বরিশাল জেলার অগৈলঝাড় থানার অন্তর্গত আহুতি গ্রামের বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি রামকৃষ্ণ মণ্ডলের একমাত্র মেয়ে ওই কিশোরী । বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী তমা । মেধাবী ছাত্রী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুনাম আছে । অন্যদিকে কিশোরীকে অপহরণের ঘটনায় মূল অভিযুক্ত হল মোহম্মদ আরাফত (২০) বেপারী ।আহুতি গ্রামের পার্শ্ববর্তী মাগুরা গ্রামের বাসিন্দা আউয়াল বেপারির ছেলে সে । দ্বিতীয় মূল অভিযুক্ত হল ডাসার থানার অন্তর্গত ডাসার গ্রামের বাসিন্দা সাগর শেখ(৩৫) ।
পয়লা ফেব্রুয়ারী বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি হলফনামায় অপহৃতা কিশোরীর বাবা রামকৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, আরাফত ও সাগর শেখকে নারী লোভী,প্রতারক ও অসৎ প্রকৃতির বলে মনে করে এলাকার বাসিন্দারা । তাঁর মেয়ে কলেজে আসা যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত ওই দুই দুষ্কৃতী । বিভিন্ন নোংরা অঙ্গভঙ্গি করিত এবং প্রেমের প্রস্তাব দিত । তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে ঘটনার কথা বাড়িতে জানিয়ে দেয় তাঁর মেয়ে । এরপর তিনি আরাফত ও সাগরের বাড়িতে গিয়ে তাদের অভিভাবকদের বিষয়টি জানিয়েছিলেন । কিন্তু ওই দুই দুষ্কৃতীর অবিভাবকরা তাঁর কোনো কথাতেই কর্নপাত করেনি ।
রামকৃষ্ণবাবু ট্রাইবুনালে জানিয়েছেন, তিনি দুই মুসলিম যুবকের বাড়িতে অভিযোগ জানানোর পর থেকেই তারা আরও বেপরোয়া হয়ে ওঠে । তারপর থেকেই তাঁর মেয়েকে অপহরণের ছক কষতে থাকে ওই দুই দুষ্কৃতী । এরপর গত ২৮ জানুয়ারী তাঁর মেয়ে মামার বাড়ির যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায় ।
তিনি বলেন,’আমার মেয়ে ওই দিন সকাল প্রায় ৯ টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল । তার ঘন্টা খানেক পর আমি আমার শ্যালককে ফোন করি । তখন আমার শ্যালক জানায় আমার মেয়ে সেখানে পৌঁছায়নি । অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের কোনো সন্ধান পাইনি । পরে খবর আসে আরাফত ও সাগর শেখ ছাড়াও আরও ২/৩ জন মিলে বাটরা বাজারের উত্তরে কাঠাল বাড়ীর ব্রিজের উপর থেকে আমার মেয়েকে একটি টাটা মহেন্দ্র গাড়িতে জোর করে তুলে নিয়ে চলে গেছে ।’
জানা গেছে,অপহরণের ঘটনার কথা শোনার পরেই নিখোঁজ কিশোরীর বাবাসহ পরিবারের লোকজন স্থানীয় অগৈলঝাড় থানার দ্বারস্থ হন । তখন পুলিশ সাফ জানিয়ে দেয় তারা কোনো প্রকার অভিযোগ নিতে অক্ষম । পুলিশের পক্ষ থেকে অপহৃতা কিশোরীর বাবাকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় । শেষে বাধ্য হয়ে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আরাফত ও সাগর শেখ ছাড়াও আরও ২/৩ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা ।।