শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২১ মে : সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে ঘেরা রয়েছে সীমানা প্রাচীর দিয়ে । প্রাচীরের উপরে রয়েছে কাঁটাতারের বেড়া ৷ ভবনে রয়েছে নৈশ প্রহরী । এছাড়া উপস্থিত রয়েছে ৫-৭ জন শিক্ষার্থী । তারই মাঝে গভীর রাতে কাঁটাতারের বেড়া কেটে প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে দুটি মূল্যবান রক্ত চন্দন গাছ কেটে নিয়ে গেল দুষ্কৃতী দল । চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি-১ ব্লকের দলুই বাজার-২ গ্রাম পাঙ্গায়েতের অধীন কলানবগ্রামের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রে । পরের দিন বিষয়টি নজরে পড়ার পর মেমারি থানায় অভিযোগ দায়ের করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস । তবে আজ বুধবার সকাল পর্যন্ত পুলিশ চুরির কোনো কিনারা করতে পারেনি বলে জানা গেছে ।
জানা গেছে,কলানবগ্রামের জেলা শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্রের লাইব্ররীর পাশে দুটি রক্ত চন্দন গাছ লাগানো হয়েছিল । গাছগুলির এক দেড় ফুট বেড় হয়ে গিয়েছিল । মঙ্গলবার সকালে কাজে এসে প্রশিক্ষণ কেন্দ্রের ঝাড়ুদার রাজেন্দ্র রাজবংশী দেখেন গাছ দুটির মাঝ থেকে ৫-৭ ফুট লম্বা অংশ কেউ বা কারা কেটে নিয়ে পালিয়ে গেছে । বাকি অংশ পড়ে রয়েছে । এরপর তিনি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষকে ফোন করে বিষয়টি জানান ।
অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস জানান, চুরির ঘটনার সময় নৈশ প্রহরী ও ৫-৭ জন আবাসিক শিক্ষার্থী ছিল। তারা রাত্রি প্রায় ১টা পর্যন্ত জেগে ছিল । প্রশিক্ষণ কেন্দ্রে সন্ধ্যা ৬ টার পর যথারীতি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল । তিনি বলেন,’সকলে রাত্রি একটার পর যখন ঘুমতে চলে যায় তখন সীমানা প্রাচীরের কাঁটাতারের বেড়া কেটে দুষ্কৃতী দল ভিতরে ঢুকে গাছ দুটি কেটে নিয়ে যায় । কিন্তু কেউই গাছ কাটায় ব্যবহৃত মেশিনের কোনো শব্দ শুনতে পায়নি । তাই আমার অনুমান যে চুরির আগে কোনো রাসায়নিক ব্যবহার করে প্রশিক্ষণ কেন্দ্রের সকলকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল ।’ তার এও অনুমান যে অন্তত ৫-৭ জনের একটা দল মিলে এই চুরির ঘটনা ঘটিয়েছে ।
গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় এরকম চুরির ঘটনা প্রায়শই ঘটছে । কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই । এযাবৎ এলাকায় সেভাবে পুলিশের টহলদারির ব্যবস্থা করা হয়নি এবং যেকারণে দুর্বৃত্তরা ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ তাদের ।।

