এইদিন ওয়েবডেস্ক,সিন্ধু(পাকিস্তান),১৭ জুলাই : রবিবার ভোর রাতে পাকিস্তানের সিন্ধু প্রদেশের কাশমোর এলাকায় হিন্দুদের একটি মন্দিরে রকেট লঞ্চার দিয়ে হামলা চালালো জিহাদিদের দল । কাশমোর জেলার ঝাউসপুর থানার অন্তর্গত এলাকায় এই ঘটনা ঘটেছে ।রকেট লঞ্চার ছোড়ার পাশাপাশি জিহাদিরা স্থানীয় বাগরি সম্প্রদায় হিন্দুদের ওই মন্দির লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদপত্র ডন । কাশমোর-কান্ধকোট এসএসপি ইরফান সাম্মোর নেতৃত্বে একটি পুলিশ ইউনিটকে ঘটনাস্থলে পৌঁছেছে । প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা উপাসনালয়ে রকেট লঞ্চার ছুঁড়েছিল । যদিও হামলার সময় মন্দিরটি বন্ধ থাকায় এবং রকেট লঞ্চার বিস্ফোরিত না হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি । বাগরি সম্প্রদায়ের দ্বারা পরিচালিত ওই মন্দিরটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য বছরে একবার মাত্র খোলা হয় । হামলার পর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন এসএসপি ইরফান সাম্মোর । তিনি বলেন,’আট থেকে নয়জন বন্দুকধারী ছিল বলে অনুমান করা হচ্ছে ।’ বাগরি সম্প্রদায়ের সদস্য ডক্টর সুরেশ সম্প্রদায়কে রক্ষা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়ে বলেছেন, ‘এই ঘটনার পর বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক কাজ করছে ।’
মুখ্যমন্ত্রীর মানবাধিকার বিষয়ক বিশেষ সহকারী এমপিএ সুরেন্দর ভালসাই বলেছেন, কর্মকর্তারা গুলি চালানোর উদ্দেশ্য সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন ।আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং হিন্দু সম্প্রদায়ের সাথে দেখা করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ।’
পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) বলেছে যে “সিন্ধুর কাশমোর এবং ঘোটকি জেলায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে, যেখানে নারী ও শিশু সহ হিন্দু সম্প্রদায়ের প্রায় ৩০ জন সদস্যকে পনবন্দি করে রেখেছে সন্ত্রাসীরা । এনিয়ে আমরা উদ্বেগের মধ্যে আছি । আমরা খবর পেয়েছি যে এলাকার সংগঠিত অপরাধী চক্র অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়ে আক্রমণ করার হুমকি দিয়েছে ।’ কমিশন বলেছে, সিন্ধুর স্বরাষ্ট্র বিভাগকে দেরি না করে বিষয়টি তদন্ত করার আহ্বান জানিয়েছে ।।