সেখ মিলন,ভাতাড়,(পূর্ব বর্ধমান),১১ নভেম্বর : আজ সোমবার পূর্ব বর্ধমানের ভাতার পঞ্চায়েত সমিতির টেন্ডারের অনিয়মের অভিযোগ তুলে ঠিকাদারদের একাংশ ভাতারের বিডিওর কাছে একটি স্মারকলিপি জমা দিলেন । ঠিকাদারদের অভিযোগ, ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ শেখ শফিকুল আলম ও অস্থায়ী কর্মী সঞ্জয় ঘোষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে টেন্ডারে অনিয়ম করছেন। নিজেদের পছন্দমতো বেশ কিছু ঠিকাদার বা ঠিকাদার সংস্থাকে বিপুল অংকের টেন্ডার পাইয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের । তাদের আরও জানান যে সরকারি ওয়েবসাইটে টেন্ডারের দরপত্র দাখিল করার সময় সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে ।
আজ এই নিয়ে বেশ কয়েকজন ঠিকাদার ভাতার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে একটি স্মারকলিপি জমা দেন । বিডিও দেবজিৎ দত্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অভিযোগ প্রসঙ্গে ভাতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মধ্যক্ষ শেখ শফিকুল আলমের সঙ্গে ফোনে যোগাযোগ হলে তিনি জানান, ঠিকাদারদের তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সসম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। দীর্ঘদিন ধরে টেন্ডার প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে হয়। টেকনিক্যাল কোন সমস্যা থাকলে প্রশাসনকে জানাতে পারেন । প্রশাসন বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবেন । তাঁর বিরুদ্ধে ঠিকাদারদের কোন অভিযোগ থাকলে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে জানান।।