প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৭ জুলাই : সামনে থাকা তেলের ট্যাঙ্কার হঠাৎ ব্রেক কষায় দুর্ঘটনায় কবলে পড়লো যাত্রীবাহী সরকারী বাস।ঘটনায় এক মোটরবাইক চালক ও বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন । মঙ্গলবার বেলায় দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে গলসির গলিগ্রামে ২ নম্বর জাতীয় সড়কে । খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কথায় জানা গিয়েছে,
যাত্রীবাহী সরকারী বাসটি দ্রুতগতিতে ২ নম্বর জাতীয় সড়ক ধরে বর্ধমানের দিক থেকে দূর্গাপুরের দিকে যাচ্ছিল । সেই সময় গলসির গলিগ্রামের কাছে সামনে থাকা একটি তেলের ট্রাঙ্কার রাস্তার পাশে দাঁড়ানোর জন্য হঠাৎই ব্রেক কষলে বাসের চালক নিয়ন্ত্রণ হারায় । তারপর বাসটি প্রথমে সড়ক পথের ডান দিক দিয়ে যাওয়া একটি ডাম্পারকে ধাক্কা মারার পর একটি বাইককে ধাক্কা মেরে তেলের ট্রাঙ্কারে সেঁটে যায়। বাসের ভিতরে আটকে পড়েন বাসের চালক।এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানবাহন চলাচল থমকে যায় ।খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।স্থানীয় মানুষজন ও পুলিশ ওই বাইক আরোহী ও বাসের আহত বাসের চালক সহ কয়েকজন বাস যাত্রীকে উদ্ধার কর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় । পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে ।।