এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২২ জুন : মুসলিম প্রেমিকের সঙ্গে পালিয়েছে মেয়ে । আর একারণে জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল পরিবার । শুধু তাইই নয়, শ্রাদ্ধানুষ্ঠানের যজ্ঞকুণ্ডে পুড়িয়ে ফেলা হয়েছে তার পোশাক,ছবি সহ সমস্ত নথিপত্র । নদীয়া জেলার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা উত্তরপাড়ার ঘটনা । শনিবার রাখি বিশ্বাস ওরফে রিয়া নামে ওই তরুনীর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে । তরুনীর মা স্বপ্না বিশ্বাস কাঁদতে কাঁদতে বলেছে, ‘মেয়ে আমাদের স্নেহের কোনো দাম দিল না, অন্য ধর্মের ছেলের সঙ্গে বিয়ে করেছে। আমাদের বোঝানোর পরও সে মানেনি। তাই আজ থেকে তার সঙ্গে সব সম্পর্ক শেষ ।’
জানা গেছে,নদীয়ার কৃষ্ণগঞ্জ খাটুরা উত্তরপাড়ার বাসিন্দা টোটন বিশ্বাস ও স্বপ্না বিশ্বাসের মেয়ে রাখি ।টোটনবাবু কর্মসূত্রে ইসরায়েলে আছেন। তিনি বর্তমানে অসুস্থ ৷ সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে । অন্যদিকে রাখি প্রথম বর্ষের ছাত্রী রাখি । এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল । বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়েও করে । তখন বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনে পরিবার । কিন্তু ফের ওই তরুনী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেলে তার সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় পরিবারের লোকজন ।
জানা গেছে,শনিবার ওই তরুনীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয় । রীতি মেনে সমস্ত ক্রীড়াকর্ম সম্পাদন করেন তরুনীর কাকা সোমনাথ বিশ্বাস । কুশপুতুলে মুখাগ্নি,পিন্ডদান থেকে শুরু করে মস্তক মুন্ডন প্রভৃতি যাবতীয় ধর্মীয় আচার পালন করেন তিনি । পাশাপাশি তরুনীর জামাকাপড়, ছবি,পরিচয়পত্র, স্কুল কলেজের যাবতীয় নথিপত্র পুড়িয়ে সব সম্পর্ক ছিন্ন করেন তারা ।।

